রাজ্যের যে সমস্ত বেকার যুবক-যুবতীরা ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুশির খবর। সম্প্রতি দেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংক IDBI ব্যাংক তাদের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে লিখিত পরীক্ষা ছাড়াই ন্যূনতম যোগ্যতায় পাস হলেই আবেদন করা যাবে। চলুন এই বিষয়ে জেনে নিই আরও বিশদে।
পদের নাম এবং শূন্যপদ: IDBI ব্যাংক দ্বারা জারি করা উক্ত পদের নাম এখানে তথ্য সুরক্ষা অফিসার (Data Protection Officer)। শূন্যপদ সংখ্যা কতো তা নিচে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অথবা তার সমতুল্য পাশ হলেও এখানে আবেদন করার যাবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ৬০ বছর বয়স।
মাসিক বেতন: DIBI ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতন সংক্রান্ত যাবতীয় তেমন কিছু তথ্য উল্লেখ করা হয়নি। তাই বলা সম্ভব হচ্ছে নায় এখানে মাসিক বেতন কতো দেওয়া হবে।
শূন্যপদ এবং চাকরি স্থায়িত্ব: IDBI ব্যাংকের Data Protection Officer পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে কেবলমাত্র ১ টি। এই পদে প্রার্থীকে ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে ৩ বছর পর কাজের স্থায়িত্ব আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
আবেদন পদ্ধতি: প্রার্থীদের তাদের আবেদন পাঠাতে হবে rec.experts(@idbi.co.in এই ঠিকানায়। সাবজেক্ট লাইনে পোস্টের নাম উল্লেখ করে। আবেদনপত্রে উল্লিখিত প্রার্থীর ইমেল আইডি/ মোবাইল নম্বরে তথ্য পাঠানো হবে। আবেদনপত্রে ছবি ও স্বাক্ষর ছাড়া আপলোড করা কোনো আবেদন যেমন অসম্পূর্ণ, তা বৈধ বলে বিবেচিত হবে না।
আবেদন করার শেষ তারিখ: ১৫/০৩/২০২৪.
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন ফর্ম ডাউনলোড করুন।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৪১৮৭টি শূন্যপদে সাব-ইন্সপেক্টার নিয়োগ! আবেদন করার শেষ তারিখ ২৪/০৩/২০২৪।