আমাদের দেশের খেটে খাওয়া মানুষদের জন্য কেন্দ্র সরকার এমন একটি প্রকল্প চালু করেছিল যে প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের খেটে খাওয়া মানুষরা একটা সময় পর কিন্তু প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পেয়ে থাকেন। এবার দেশের বেশিরভাগ মানুষ এই প্রকল্প সম্পর্কে না জানায় এর সুবিধা থেকে বঞ্চিত হন। কিন্তু আপনি কি করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।
যারা চাকরি করেন বা বড়ো ব্যবসা করেন অথবা এমন কোনো কাজ করেন যেখান থেকে তাদের নিশ্চিত মাসিক আয় রয়েছে, তাদের বৃদ্ধকালে কী হবে সেই নিয়ে কোনো চিন্তা নেই। কারণ তাদের ব্যবস্থা রয়েছে। কিন্তু সমস্যা হয় তাদের যারা দৈনিক কাজ করে সংসার চালান। যেমন দিনমজুর, মিস্ত্রি,ছোটখাটো ব্যবসায়ী এবং এই ধরনের অন্যান্য শ্রেণির মানুষ। কারণ এই ধরনের মানুষের কাজ না করলে কী করে সংসার চলবে তার কোনো নিশ্চয়তা নেই। ফলে বার্ধক্য আসার আগেই অনেকের মাথায় এই চিন্তাটা ভয়ংকর ভাবে বাড়তে থাকে।
কেন্দ্র সরকার সাধারণ মানুষের এই দুশ্চিন্তা দূর করতে ২০২১ সালে শুরু করেছিল E Sharm Card . এই কার্ড যাদের রয়েছে তারা ৬০ বছর পূর্ণ হওয়ার পর প্রতি মাসে মাসিক ৩০০০ টাকা করে পেনশন পেয়ে থাকেন। ফলে বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি কারো শরীরে যদি আর কাজ করার ক্ষমতা না থাকে, তাহলেও সেই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না সে কী করে সংসার চলবে।
E-Sharm Card Online Appy:
যদি আপনিও ৬০ বছর বয়সের পর প্রতিমাসে ৩,০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে আপনাকে www.eshram.gov.in ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি করে অনলাইন আবেদন করতে হবে সেই সম্পর্কে আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল বা ভিডিও পেয়ে যাবেন তো সেগুলো দেখে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন।
Required Documents For E-Sharm Card Apply:
E Sharm Card কার্ডের অনেক সুবিধা রয়েছে। যদি আপনার ভবিষ্যতে আয় অনিশ্চিত হয়ে থাকে, তাহলে আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি E-Sharm কার্ডের জন্য আবেদন করুন। যদি আপনার বর্তমান বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন যোগ্য। আধার কার্ড,ভোটার কার্ড এবং এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকলে আপনি খুব সহজেই E Sharm কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ভাঙ্গা বাড়ি মেরামত করার জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বিস্তারিত জেনে নিন