Saturday, July 27, 2024

মহিলাদের জন্য ৫ টি দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের, ঘরে বসেই মিলবে বিশাল সুবিধা! করতে হবে এই কাজ

দেশের মেয়ে এবং মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক সুবিধা প্রদান করার পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্র সরকারের সেই সমস্ত প্রকল্পের জন্য উপকৃত হয়েছেন দেশের কয়েক লক্ষ মহিলা। এই প্রতিবেদনে সেরকমই কিছু প্রকল্প সম্পর্কে আপনাদের জানাবো।

প্রথমেই বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা: ২০১৫ সালের বেটি বাঁচাও বেটি বাঁচাও প্রকল্প শুরু করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সমাজিক এবং অর্থনৈতিক অত্যাচার থেকে মহিলাদের মুক্ত করে তাদের সার্বিক উন্নয়ন ঘটানো। সেই সঙ্গে বর্তমানে মহিলাদের যেকোন প্রকারের অত্যাচারে তাদের আইনি সাহায্য প্রদান করা। যদি কোন মহিলা কোন অত্যাচারের শিকার হন, তাহলে সে মহিলারা সরকারি সাহায্যের জন্য ১৮১ টোল ফ্রি নম্বরে কল করতে পারেন।।

দ্বিতীয়ত সুকন্যা সমৃদ্ধি যোজনা: বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার হাত ধরেই ২০১৫ সালে শুরু করা হয় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট। মেয়েদের উচ্চশিক্ষার পড়াশোনার খরচের পাশাপাশি মেয়ের বিয়েতে যে টাকা-পয়সা খরচ হয় সেই টাকাপয়সা খরচের চিন্তা মা-বাবার মাথা থেকে কমানোর জন্য এই যোজনা শুরু করা হয়। এই যোজনায় দশ বছরের কম বয়স্ক মেয়েদের নামে একটি অ্যাকাউন্ট করা হয়। SSA-এ প্রতিবছর সর্বনিম্ন আড়াইশো এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। জমা করা টাকার উপর ৮% সুদ দেওয়া হয়। এভাবে যে টাকা জমা হয়, মেয়ের বয়স ২১ হলে সেই টাকা ফের পাওয়া যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তৃতীয়ত- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা: দেশের দরিদ্র পরিবারের মহিলাদের যাতে কাঠ কয়লার আগুনে হাত পুড়িয়ে রান্না করতে না হয় এবং তারা গ্যাসে রান্না করার সুবিধা উপভোগ করতে পারেন,সেজন্য ২০১৬ সালের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু করা হয়েছিল। যোজনার লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে সহজ ভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া। যারা এখনো পর্যন্ত এই যোজনার সুবিধা পাননি,তারা ‘www.pmuy.gov.in’ ওয়েবসাইট ভিজিট করে নিজের নাম নথিভুক্ত করে নতুন এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারেন।।

চতুর্থ- সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস যোজনা: গর্ভবতী মহিলা এবং তার নবজাত শিশুর যত্ন নিতে বা বলতে গেলে তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে ২০১৯ সালে বর্তমান কেন্দ্র সরকার এই যোজনা শুরু করেছিল। হাসপাতালে প্রসবকালীন অবস্থায় এবং প্রসবের পর মা এবং সদ্যোজাত শিশুর যাদের সঠিক দেখভাল হয় এবং দেখভালের অভাবে যাতে কারোরই কোনো অসুবিধা না হয়, সেজন্য মা এবং শিশুর যত্নের জন্য সঠিক নার্সের ব্যবস্থা করাই ছিল সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস যোজনার লক্ষ্য।

পঞ্চম ফ্রি সেলাই মেশিন যোজনা: দেশের দরিদ্র শ্রেণীর মহিলাদের আত্মস্বনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকর্মা যোজনার মাধ্যমে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ার পর সেই মেশিনের সাহায্যে কাজ করে মহিলারা যাতে টাকা রোজগার করার মাধ্যমে স্বনির্ভর হতে পারে, সেই উদ্দেশ্যেই এই যোজনা চালু করা হয়েছিল। দেশের প্রতিটি রাজ্যের ৫০ হাজারের বেশি মহিলাকে এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। যারা নতুন করে বিনামূল্যে সেলাই মেশিন পেতে চান, তারা https://pmvishwakarma.gov.in- ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন: লক্ষীর ভান্ডার অতীত, এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ৫ লাখ টাকার সুবিধা পাবে। মোদীর গ্যারান্টি

আপনার জন্য
WhatsApp Logo