Saturday, July 27, 2024

মাসিক ৩৩,০০০ টাকা বেতন! লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের এই সংস্থাতে নিয়োগ হচ্ছে কর্মী

রাজ্যের ভূমি দপ্তরে নিয়োগ হচ্ছে কর্মী। কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের ভূমি দপ্তরের ৩ পদে কর্মী নিয়োগ হচ্ছে কর্মী। সেই পদ গুলো হচ্ছে, ১) সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ২) সফটওয়্যার ডেভেলপার এবং ৩) সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল। যেই পদ গুলোতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২১ আগষ্ট। অর্থাত্ আগ্রহী চাকরিপ্রার্থীদের ২১ আগষ্টের মধ্যে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল এই দুটি পদের জন্য শূন্য রয়েছে ১টি করে এবং সফটওয়্যার ডেভেলপার এই পদে শূন্যপদ রয়েছে ২টি। রাজ্যের ভূমি দপ্তরের এই ৩টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে IT / Computer Science এ MCA/M.Sc/M.Tech ডিগ্রী। তবে শিক্ষাগত যোগ্যতা এক হলেও এই ৩টি পদের বেতন কিন্তু পর্যায়কর্মীভাবে আলাদা। যেমন সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের মাসিক বেতন হচ্ছে ৪০,০০০ টাকা। শুধু সফটওয়্যার ডেভেলপারের মাসিক বেতন হচ্ছে ৩৩,০০০ টাকা এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদের মাসিক বেতন ২১ হাজার টাকা।

আগ্রহী চাকরিপ্রার্থীদের ২১ আগস্টের মধ্যেbanglarbhumi gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও কেউ চাইলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও কোন ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন। জানিয়ে রাখি যে, চাকরিপ্রার্থীদের ১ বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo