রেশন কার্ড রয়েছে। সরকার থেকে আপনি রেশনও পাচ্ছেন ঠিকঠাক। কিন্তু কেমন হবে যদি হঠাৎ করেই আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যায়। হঠাৎ করে রেশন কার্ড বন্ধ হয়ে গেলে এতে চমকে যাওয়ারই কথা। কিন্তু আপনি শুনলে আরও অবাক হবেন এটা শুনে যে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) দুই কোটির বেশি এমন রেশন কার্ড খুঁজে বের করা হয়েছে, যেগুলো এই মাসেই পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ সেই সমস্ত রেশন কার্ডে আর রেশন দেওয়া হবে না।
এই ২ কোটির বেশি রেশন কার্ড বাতিল হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট রেশন কার্ডের সংখ্যা ছিল ১০ কোটির বেশি। বর্তমানে ভুয়ো রেশন কার্ড (Fake Ration card) বাতিল হওয়ায় রেশন কার্ডের সংখ্যা হয়েছে প্রায় ৮ কোটি ৮০ লক্ষের মতো। ২ কোটির বেশি রেশন কার্ড বাতিল পেছনে একটা বড়ো কারণ রয়েছে। কারণ টা হলো-করোনা মহামারীর সময় থেকে রাজ্য সরকার বিনামূল্যে রেশন দিয়ে আসছে। কিন্তু সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন পাওয়ার লোভেই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভুয়ো রেশন কার্ড তৈরি হয়ে গিয়েছিল।। ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে মাল তোলার এই প্রক্রিয়াটা বন্ধ করতেই সরকারের এই বড়ো পদক্ষেপ।
আরোও পড়ুন – বাড়ির পাশে আধার সেন্টার খুলে মাসে করুন ৬০ হাজার টাকা আয়
দেখা গেছে, মৃত ব্যক্তির নামেও অনেকেই রেশন তুলে নিচ্ছে। আবার একই ব্যক্তি দুটি রেশন কার্ডের মাধ্যমে মাল তুলে নিচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই কারণে সরকার থেকে নিয়ম করা হয়েছিল যে, প্রত্যেক ব্যক্তিকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। এটা করার ফলে সরকার চিহ্নিত করা যাবে যে একজন ব্যক্তির নামে কতগুলো রেশন কার্ড রয়েছে। যখনই এই প্রক্রিয়া শুরু করা হয় তখনই দেখা যায়, পশ্চিমবঙ্গে প্রায় ২ কোটির বেশি এমন রেশন কার্ড রয়েছে যার মালিক নেই বা যার মালিক এখন মৃত। যেসমস্ত কার্ডের ক্ষেত্রে পাওয়া গেছে যে,সেই রেশন কার্ডের সঙ্গে কোনো আধার কার্ড লিঙ্ক করানো নেই, সেই কার্ডগুলোই ধরে নেওয়া হয়েছে এগুলো ভুয়ো কার্ড। তাই সেগুলো সরকার থেকে এই মাসেই পুরোপুরি ভাবে বাতিল করে দেওয়া হয়েছে।