Wednesday, September 18, 2024

মাধ্যমিক পাশেই মেট্রোরেলে চাকরি, বেতন ৩০,০০০ টাকা! এভাবে করুন আবেদন

মাধ্যমিক পাশেই মেট্রোরেলে চাকরি। “হ্যা” ঠিকই শুনেছেন। মেট্রোরেলের তরফ থেকে মাধ্যমিক পাশে ৬টি পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই যারা দীর্ঘদিন যাবত কম শিক্ষাগত যোগ্যতায় একটি সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সংবাদ। চলুন আর দেরি না করে জেনে নিই বিস্তারিত।

মোট শূন্যপদঃ মেট্রোরেলে মোট শূন্যপদ রয়েছে ৬টি‌। পদ গুলো হচ্ছে টেকনিশিয়ান, লাইট ম্যান, সিগন্যাল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ফিটার, ডিজেল মেকানিক্যাল, ডিজেল ইলেকট্রিশিয়ান সহ আরো বিভিন্ন পদ।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কর্মী নিয়োগঃ মেট্রোরেলে এই ৬টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে প্রায় ৬০০ মতো। যে পদ গুলোর মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকার লেভেল ২ অনুযায়ী।

 

 

শিক্ষাগত যোগ্যতাঃ এটি একটি কম শিক্ষাগত যোগ্যতায় চাকরির। ন্যূনতম মাধ্যমিক পাশের সঙ্গে ২ বছর ITI করা থাকলেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে গ্রাজুয়েট আছেন তারাও এতে করতে পারবেন আবেদন।

 

Students

বেতনঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় যে সকল চাকরি প্রার্থীরা আছেন তাদের বেতন কেন্দ্র সরকারের লেভেল ২ অনুযায়ী দেওয়া হবে। অন্যদিকে গ্রাজুয়েট পাশ চাকরিপ্রার্থীদের লেভেল ৫ অনুযায়ী মাসিক বেতন দেয়া হবে।

আবেদনের পদ্ধতি এবং বয়সসীমাঃ ১৮ থেকে ৪২ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের সরাসরি https://139.99.53.236:8443/rrcer/notice_board.html এই ওয়েবসাইট ভিজিট করতে আবেদন করতে হবে। জানিয়ে রাখি যে, আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩০ আগষ্ট।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo