আজকাল প্রতিটা মানুষের কাছেই ব্যাংক একাউন্ট (Bank account) রয়েছে। সাধারণত মানুষ বাড়িতে টাকা রাখার বদলে ব্যাংকে টাকা রেখে থাকেন, আর এজন্য বিভিন্ন কাজে আমাদের প্রায়শই ব্যাংকে যেতে হয়। ব্যাংকে নানান কাজ থাকে। কিন্তু আপনি কি জানেন হাতে আর মাত্র ১ দিন আর এই এক দিন পরেই শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। আর এই সেপ্টেম্বর মাসে ১৬ দিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক।
সেপ্টেম্বর মাসে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI। গ্ৰাহকদের যাতে ব্যাংকের দরবারে গিয়ে ফিরে আসতে না হয় এজন্য RBI সেপ্টেম্বর মাসের ব্যাংক ছুটির লম্বা লিস্ট প্রকাশ করেছে। যেই লিস্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে ১৬ দিন বিভিন্ন কারণে ব্যাংক ছুটি থাকছে দেশ এবং রাজ্যের ব্যাংক গুলি। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এটা অবশ্যই জানা উচিত যে সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকবে যাতে আপনি ভুল করে ব্যাংক বন্ধের দিন ব্যাংকে গিয়ে ফিরে আসতে না হয় আপনাকে। এবং আপনি যাতে অন্যকেও সচেতন করতে পারবে এই ব্যাপারে। তাই চলুন দেরী না করে দেখে নেই সেপ্টেম্বর মাসের ব্যাংক ছুটির সেই লিস্ট।
সেপ্টেম্বর মাসে ব্যাংক ছুটির লিস্ট:
৩ সেপ্টেম্বর: রবিবার তাই দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে এদিন।
৬ সেপ্টেম্বর: শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এদিক দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
৭ সেপ্টেম্বর: একই কারনে এদিন দেশ ব্যাপি সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
৯ সেপ্টেম্বর: মাসের দ্বিতীয় শনিবার। পুরো দেশ ব্যাপি সমস্ত ব্যাংকের শাখা বন্ধ।
১০ সেপ্টেম্বর: রবিবার। সাপ্তাহিক সরকারি ছুটির দিন।
১৮ সেপ্টেম্বর: এদিন বিনায়ক চতুর্থী উপলক্ষে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
১৯-২০ সেপ্টেম্বর: গনেশ চতুর্থী উপলক্ষে ২ দিন দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
২২ সেপ্টেম্বর: এদিন শ্রী নারায়ন গুরুর সমাধি দিবস হিসাবে ব্যাঙ্ক গুলো ছুটি থাকবে।
২৭ সেপ্টেম্বর: মাসের চতুর্থ শনিবার। তাই ব্যাংকের বিভিন্ন শাখা বন্ধ থাকবে এদিন।
২৮ সেপ্টেম্বর: রবিবার। সাপ্তাহিক ছুটির দিন তাই এদিক ব্যাংক বন্ধ থাকবে।
২৫ সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
২৮ সেপ্টেম্বরে: মিলাদ-ই-শরীফ হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
২৯ সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।