ভারতের সমস্ত ব্যাংক গুলোকে মূলত চলতে হয় RBI এর নিয়ম মেনে। এক কথায় ভারতের সমস্ত ব্যাংক গুলিকে কন্ট্রোল করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তথা RBI। আর এই কারণেই যখন কোন ব্যাংক RBI কোন নির্দেশ কিংবা রুল অমান্য করে কিংবা কোন ব্যাংকের গাফিলতির কারণে গ্রাহকরা ঝুঁকির মধ্যে পড়েন তখন RBI সেই ব্যাংকে কড়া শাস্তি দিয়ে থাকে এমনকি কখনো কখনো সেই ব্যাংকের লাইসেন্সও বাতিল করে দেয় রিজার্ভ ব্যাংক।
অতীতে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তথা RBI বহু ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। মূলত ব্যাংক গুলো RBI- এর ব্যাংকিং নীতি অনুসরণ না করার কারণে বহু কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল RBI, এমনকি তাদের মোটা অংকের টাকা জরিমানা পর্যন্ত করা হয়। তবে এবারেও শোনা যাচ্ছে যে RBI আরো দুটি কোঅপারেটিভ ব্যাংকে মোটা টাকা জরিমানা করেছে যারা কিনা পশ্চিমবঙ্গের দুটি জনপ্রিয় কোঅপারেটিভ ব্যাংক এমনকি তাদের লাইসেন্সেও বাতিলের মুখে। এমতাবস্থায় আপনার যদি সেই ব্যাংকে একাউন্ট থেকে থাকে তাহলে সাবধান হাওয়া উচিত আপনার। জানুন মোটা টাকা জরিমানা করার ফলে একজন গ্ৰাহক হিসেবে আপনার কি ক্ষতি হতে পারে।
পশ্চিমবঙ্গের যে দুটি কোঅপারেটিভ ব্যাংককে জরিমানা করা হয়েছে তাদের নাম হলো শিবপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং হাওড়া-বালি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এই দুটি ব্যাংককে RBI ১০,০০০ টাকা জরিমানা করেছে। RBI এর মূলত অভিযোগ এই দুই ব্যাংকে ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্ট চিহ্নিত করেছে RBI তাই ব্যাংক দুটির লাইসেন্স বাতিল করা না হলেও তাদের ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই দুই ব্যাংকে যাদের একাউন্ট রয়েছে তাদের ভয় পাবার কোন কারণ নেই, কারণ তাদের টাকা ডুববে না। কারণ ব্যাংক দুটিকে জরিমানা করা হয়েছে মাত্র। তবে ভবিষ্যতে এমন আরও ভুল করলে ব্যাংক দুটির লাইসেন্সেও বাতিল হবার সম্ভাবনা রয়েছে।