Thursday, December 7, 2023

একাউন্টে এর চেয়ে কম টাকা থাকলেই জরিমানা! বদলে গেল ব্যাংকে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম

আমাদের সবারই হয়তো কোন না ব্যাংকে একাউন্ট (Bank account) রয়েছে। বিশেষ করে বর্তমানে কারো একটি অথবা কারো দুটি আবার কারো কারো একাধিক একাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে। তবে আপনি কি জানেন সম্প্রতি ব্যাংকে মিনিমাম ব্যালেন্স (Minimum balance) রাখার নিয়ম বদল করেছে RBI। অর্থাত্ একাউন্টে যদি মিনিমাম ব্যালেন্স (একাউন্টে সর্বনিম্ন টাকা রাখার পরিমাণ) এর চেয়েও কম থাকে তাহলে আপনাকে দিতে হতে পারে জরিমানা। এমনকি একাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকার কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার সেই উক্ত ব্যাংক একাউন্ট টি।

সেভিংস ব্যাংক একাউন্টে Saving Bank account) বদলে গেল মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম। RBI এর গাইডলাইন অনুযায়ী দুটি জনপ্রিয় ব্যাংক তাদের সেভিংস ব্যাংক একাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম বদল করেছে। আর সেই দুটি ব্যাংক হচ্ছে SBI এবং ICICI ব্যাংক। তাই এই দুটি ব্যাংকে যদি আপনার একাউন্ট থেকে থাকে তাহলে বিপদ এড়াতে এখুনি জেনে নিন সেভিংস ব্যাংক একাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার নতুন নিয়ম।

SBI Savings bank account Minimum balance Rate:

১) মেট্রো সিটি – ৩,০০০ টাকা।

২) নন মেট্রো সিটি – ২,০০০ টাকা।

৩) গ্রাম্য এলাকা – ১,০০০ টাকা।

৪) প্রত্যন্ত গ্রাম্য এলাকা- ১,০০০ টাকা।

Bank

ICICI bank account Minimum balance Rate: 

১) মেট্রো সিটি – ১০,০০০ টাকা।

২) নন মেট্রো সিটি – ৫,০০০ টাকা।

৩) গ্রাম্য এলাকা – ২,০০০ টাকা।

৪) প্রত্যন্ত গ্রাম্য এলাকা – ২,০০০ টাকা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী খুবই শিগগিরই SBI এবং ICICI ব্যাংক ছাড়াও দেশের সমস্ত প্রাইভেট ব্যাংকে মিনিমাম ব্যালেন্স রাখার নতুন নিয়ম আসছে। অর্থাৎ ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুযায়ী একাউন্টে ব্যালেন্স কম হলেই জরিমানা।

আপনার জন্য
WhatsApp Logo