Friday, December 1, 2023

ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ দিচ্ছে Jio! শেখা যাবে কোডিংও, এভাবে করুন ল্যাপটপের জন্য আবেদন

বর্তমান যুগ টেকনোলজির যুগ। আর এই যুগে সবার কাছেই মোটামুটি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকা উচিত। কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ কেনার সামর্থ্য সবার থাকে না, কারণ কম্পিউটার বা ল্যাপটপের যা দাম তাতে একটি গরিব পরিবারের পুরো মাসের খাওয়ার খরচের সমান। কিন্তু কি আর করার, পড়াশুনার জন্য একটি কম্পিউটার বা ল্যাপটপের দরকার পড়ে সবারই।

আপনি হয়তো শুনছেন যে সম্প্রতি jio লঞ্চ করছে তাদের জিও ল্যাপটপ। যা জিও বুক (jio Book) নামেও পরিচিত। আর এই জিও বুক-ই ছাত্র-ছাত্রীদের দিচ্ছে Jio কম্পানি। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য এই জিও বুক জিওর তরফ থেকে ছাত্র-ছাত্রীদের দেয়া হচ্ছে। তবে বিনামূল্যে নয় বর্তমানে জিও ল্যাপটপটির দাম ১৬,৪৯৯ টাকা যা অর্ধেক দামেও চেয়ে কম দামে এই ল্যাপটপ কিনতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

Jio laptop

আর কিছু দিনের মধ্যেই খুবই স্বল্প দামে জিও বুক ল্যাপটপ অনলাইন থেকে কেনার সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা। সেই সাথে জিও স্টোরেও উপলব্ধ হয়ে যাবে Jio এর এই ল্যাপটপটি। এই ল্যাপটপটির সাহায্য অনলাইনে পড়াশুনার পাশাপাশি থাকছে কোডিং শেখার সুবিধা বিশেষ ভাবে যারা স্বল্প দামের মধ্যে ল্যাপটপ কিনতে চাইছেন তাদের কথা মাথায় রেখেই বিশেষ ক্ষমতা সম্পুর্ন এই ল্যাপটপটি তৈরি করেছে রিলায়েন্স জিও।

আপনার জন্য
WhatsApp Logo