Friday, December 13, 2024

১ বছর করতে হবে না ফোনে রিচার্জ! সব চলবে আনলিমিটেড, ১৫ অগস্টে দারুন অফার Jio-এর

কাল ১৫ আগস্ট। দেশের ৭৬তম স্বাধীনতা দিবস। আর এই দিন পুরো দেশ স্বাধীনতার আনন্দে আত্মহারা হয়ে উঠবে।তাই ১৫ আগস্টের মতো বিশেষ এই দিনে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা (জিও) JIo তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত একটি অফার। যেখানে ১ বছর কোন রিচার্জ ছাড়াই চলবে মোবাইল ফোন, ব্যাবহার করা যাবে আনলিমিটেড ইন্টারনেট (Unlimited Internet) এছাড়াও আরো সব কিছু বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা।

দেশের ৭৬ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জিও এই দুর্দান্ত অফারটি চালু করেছে তাদের গ্রাহকদের জন্য। তাই আপনি যদি একজন জিওর গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি এই অফারটি পেতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে আমরা সবকিছু বিস্তারিত বলবো আপনাদের।

Jio

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আসলে স্বাধীনতা দিবস উপলক্ষে জিও চালু করেছে ২,৯৯৯ টাকার একটি মোবাইল রিচার্জ। যেই রিচার্জ প্ল্যানটি ৩৬৫ দিন অর্থাৎ ১ বছর সবকিছু বিনামূল্যে চলবে। প্রতিদিন ২.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেটের (high speed internet) সাথে সর্বমোট এখানে মিলবে ৯১২.৫ জিবি মোবাইল ডেটা। সাথে দৈনিক থাকছে ১০০টি করে SMS। এখানেই শেষ নয় কেউ যদি জিওর ২,৯৯৯ টাকার এই মোবাইল রিচার্জটি করেন তাহলে সে পাবে জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমার Subscription একদম বিনামূল্যে। এছাড়াও Yatra থেকে প্লেনের টিকিট কাটতে ১,৫০০ টাকা ছাড় এবং AJIO থেকে ৯৯৯ টাকার উপরে কিছু কেনাকাটা করলে ২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে জিও ২,৯৯৯ টাকা মোবাইল রিচার্জ করলে। তাহলে আর দেরি কিসের এখুনি করুন জিও এই রিচার্জ।

আপনার জন্য
WhatsApp Logo