Wednesday, September 18, 2024

মানুষ মাত্রই ভুল! কখনো প্যান কার্ড হারিয়ে গেলে কি করবেন? এভাবে বের করুন ডুপ্লিকেট প্যান কার্ড

অনান্য নথিপত্রের মতোই প্যান কার্ডও একটি গুরুত্বপূর্ণ নথি। সাধারণত ITR ফাইল কিংবা ব্যাংক একাউন্ট (Bank account) খুলতে গেলে এই প্যান কার্ডের বিশেষ পরিমাণে কাজে লাগে। কিন্তু কখনো কি ভেবে দেখছেন এই প্যান কার্ড যখন এতো গুরুত্বপূর্ণ কখনো যদি এই প্যান কার্ড হারিয়ে যায় তাহলে আপনার কি করা উচিত?

মানুষ মাত্রই ভুল হয়। তাই ভুল করে প্যান কার্ড হারিয়ে ফেলাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনার জানা উচিত যে কখনো প্যান কার্ড হারিয়ে ফেললে আপনার তখন কি করা উচিত। নইলে প্যান কার্ড ছাড়া আপনাকে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হতে পারে। কারণ আপনি আর কখনো ITR ফাইল করতে পারবেন না এমনকি নতুন কোন ব্যাংক একাউন্ট খোলা কিংবা ব্যাংকের KYC সম্পর্কিত কোন কাজ করতে পারবেন না আপনি। এছাড়াও প্যান কার্ড সমন্ধিত যে সমস্ত আরো কাজ আছে সেগুলো আপনি করতে পারেন না বিনা প্যান কার্ড ছাড়া। আসুন তাহলে জেনে নিই প্যান কার্ড হারিয়ে গেলে আপনার কি করণীয়।

Pan card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী একজন ব্যাক্তি শুধুমাত্র একটি প্যান কার্ড ইস্যু করতে পারেন নিজের নামে। একটি প্যান কার্ডের পর তিনি অন্য প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তবে যদি কারো প্যান কার্ড হারিয়ে যায় তাহলে তিনি নিজের হারিয়ে যাওয়া প্যান কার্ডের duplicate PAN card অর্থাৎ E-PAN card বের করতে পারবেন। এবং ঐ PAN card দিয়ে তিনি তার সব কাজ করতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে আপনি duplicate PAN card বা E-Pan card বের করবেন। E-pan Card ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html এই লিঙ্কে ভিজিট করতে হবে। এরপর আপনার হারিয়ে যাওয়া প্যান কার্ডের প্যান নম্বর, আধার নম্বর এবং আপনার জন্ম তারিখ বসাতে হবে। এরপর আপনাকে শর্তাবলী বাক্সে ক্লিক করে হবে। এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই OTP নির্দিষ্ট ঘরে বসালেই আপনি PDF আকারে আপনার e-pan Card পেয়ে যাবেন।

আপনার জন্য
WhatsApp Logo