আজকাল ব্যাংকে গিয়ে টাকা উঠানোর ঝামেলা প্রায় নেই বললেই চলে। কারণ সবার কাছেই এখন ডেবিট কার্ড রয়েছে। যা দিয়ে এটিএম (ATM) মেশিনে গিয়ে খুব সহজেই টাকা তোলা যায়। তবে এবারে আপনার জন্য রয়েছে একটি দুঃসংবাদ। কারণ একটি সরকারি ব্যাংক তাদের ডেবিট কার্ডের সার্ভিস চার্জ (Service charges) বাড়িয়েছে। তাই যদি ওই ব্যাংকে আপনার একাউন্ট থেকে থাকে তাহলে এই খবর আপনার মাথা ঘুরিয়ে দেবে।
—-
ব্যাংক বিজ্ঞপ্তি অনুসারে, সম্প্রতি কানারা ব্যাংক (canara Bank) তাদের বার্ষিক ফি, কার্ড প্রতিস্থাপন, ডেবিট কার্ড নিষ্ক্রিয়তা এবং এসএমএস সতর্কতা চার্জের উপরে তাদের সার্ভিস চার্জ বাড়িয়েছে। নতুন এই সার্ভিস চার্জ ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে।
——
জেনে নিন কানারা ব্যাংকের ডেবিট কার্ডের নতুন বার্ষিক চার্জ কতোঃ
ক্লাসিক বা স্ট্যান্ডার্ড ডেবিট কার্ডের জন্য কানারা ব্যাঙ্ক তাদের ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ শূন্য থেকে বাড়িয়ে ১৬০ টাকা করেছে। সেই সাথে প্লাটিনাম, বিজনেস এবং সিলেক্ট কার্ডের জন্য ৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে।
জেনে নিন কানারা ব্যাঙ্কের ডেবিট কার্ড নিষ্ক্রিয়তার নতুন চার্জ কতোঃ
জানা গেছে ডেবিট কার্ড ব্যবহারকারীরা তাদের কার্ড নিষ্ক্রিয় করতে চাইলে তাকে ৩০০ টাকা দিতে হবে ব্যাংককে। তবে অন্য কোন কার্ডে জন্য নিষ্ক্রিয় সার্ভিস চার্জ নেওয়া হবে না।
——
কানারা ব্যাঙ্কের এসএমএস (SMS) চার্জ কতো জেনে নিনঃ
এটিএম মেশিন থেকে টাকা তোলার সময় যে SMS গ্রাহককে পাঠানো হয় এর জন্যেও সার্ভিস চার্জ ধার্য করেছে কানারা ব্যাংক। এই সার্ভিস চার্জ বাবদ বছরে ১৫ টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে। সেই সাথে জেনে রাখুন ১৩ ফেব্রুয়ারি থেকে কানারা ব্যাঙ্কের ডেবিট কার্ডের মধ্যে স্ট্যান্ডার্ড ও ক্লাসিকের কার্ডের জন্য এটিএম থেকে দৈনিক নগদ টাকা তোলার সীমিত নিয়ম করা হয়েছে ৪০ হাজার টাকা। এবং প্ল্যাটিনাম ও সিলেক্টের কার্ডের জন্য দৈনিক নগদ টাকা তোলার সীমিত নিয়ম করা হয়েছে ৫০ হাজার টাকা। সাথে দৈনিক ক্রয় এবং লেনদেন করা যাবে ২ লক্ষ টাকা পর্যন্ত।