Saturday, July 27, 2024

চাইলেও কাউকে করা যাবে না ইচ্ছে মতো কল? ১ জুলাই থেকে বদলে গেল ফোন কলের এই নিয়ম

ভিজিটার ইন্ডিয়ার (digital India) যুগে সবচেয়ে বড় একটি হচ্ছে অনলাইন প্রতারণা। প্রতিদিন ভারতের বহু মানুষ অনলাইন প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে প্রতারকরা ১০ সংখ্যার পাবলিক মোবাইল নম্বর ব্যাবহার করে মানুষকে কল করছে এবং বিভিন্ন প্রচারমূলত বিজ্ঞাপন পাঠাচ্ছে SMS এর মাধ্যমে। যেগুলো কিনা একপ্রকার spam এর মধ্যে পড়ে। আর এই সমস্ত spam call বা spam SMS এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ভারতের টেলিকম ডিপার্টমেন্টের সংস্থা TRAI

বদলে গেল ফোন কলের নিয়ম। “হ্যা” ঠিকই শুনেছেন। গত ১ মে থেকে ফোন কলের নিয়ম এবং SMS পাঠানোর নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল TRAI এর তরফ থেকে। আর সেটা হলো এবার থেকে কোন কম্পানি কিংবা সংস্থা পাবলিক ১০ সংখ্যার মোবাইল নম্বর দিয়ে কাউকে কল কিংবা SMS করতে পারবে না। করতে পারবে না কোন প্রচারমূলক বিজ্ঞাপন। করতে পারবে না SMS মার্কেটিং। যদি করতেই হয় তাহলে তাদের কম্পানির বিশেষ নম্বর ব্যাবহার করে কল করতে হবে। যাতে করে মানুষ বুঝতে পারে যে কোনটি প্রচারমূলত বিজ্ঞাপন কল /এসএমএস আর কোনটি সাধারণ নম্বর।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে TRAI। Jio থেকে শুরু করে Airtel এবং VI কেও গ্ৰাহক নিরাপত্তার জন্য নোটিশ পাঠানো হয়েছে TRAI এর তরফ থেকে। জানা গেছে যে, খুব শীঘ্রই Jio- তাদের সিস্টেমে AI ব্যাবহার করবে যাতে করে ১০ সংখ্যার কোন মোবাইল নম্বর ব্যাবহার করে কেউ যদি কোন প্রচারমূলত বিজ্ঞাপন অথবা SMS পাঠায় তা সাথে সাথে সনাক্ত করে ফেলবে Ai (Artificial Intelligence) এবং ততক্ষণাৎ ব্লক হয়ে যাবে সেই মোবাইল নম্বরটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mobile phone

আপনিও কাউকে ইচ্ছে মতো কল করতে পারবেন নাঃ 

‘হ্যা’ ঠিকই শুনেছেন। আপনিও কাউকে ইচ্ছে মতো কল করতে পারবেন না। আপনি যদি কাউকে কল কিংবা অতিরিক্তবার SMS পাঠান এবং সেটা যদি spam এর আয়তায় পড়ে তাহলে আপনার নম্বরও ব্লক হয়ে যেতে পারে। এছাড়াও আপনি যদি ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যাবহার করে কাউকে প্রচারমূলত Call কিংবা SMS করেন এক্ষেত্রেও আপনার মোবাইল নম্বরটি ব্লক হয়ে যেতে পারে।

আপনার জন্য
WhatsApp Logo