Wednesday, September 18, 2024

ফিরে আসছে পুরনো দিন! এবার ১ টাকাও না দিয়ে চালানো যাবে ইন্টারনেট, ধামাকা অফার Jio’র

এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকম কম্পানি সংস্থার নাম হচ্ছে Jio, ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এই Jio’র সিম ব্যাবহার করছেন। অন্যদিকে বাকি ৩০ শতাংশ মানুষ ব্যাবহার করছেন Airtel, VI এবং BSNL। তবে টেলিকম কম্পানি Jio’র মালিক মুকেশ আম্বানি (Mukesh Ambani) চাইছেন ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ১০০ শতাংশ মানুষ Jio সিম ব্যাবহার করুক এবং বাকি সমস্ত টেলিকম সংস্থা গুলোকে মার্কেট থেকে সরিয়ে দিতে চাইছেন তিনি। এজন্য বাকি সব টেলিকম সংস্থা গুলোকে টক্কর দিতে মাঝে মধ্যেই দারুন দারুন সব অফার নিয়ে হাজির হয় Jio।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবারেও গ্রাহকদের কাছে টানতে একটি দারুন অফার নিয়ে হাজি হয়েছে Jio। বাকি কম্পানি গুলোর ঘুম উড়িয়ে দিয়ে Jio নিয়ে এসেছে তাদের পুরনো দিনের একটি অফার। যেখানে ১ টাকাও খরচ না করে চালানো যাবে ইন্টারনেট (internet)। শুধু তাই নয়, গ্রাহকরা এর টাকা চাইলে পরেও মিটিয়ে দিতে পারবেন।

Jio

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনার কি মনে আছে? Jio-র এক সময় একটি জনপ্রিয় অফারের কথা? জিও ইমার্জেন্সি ডেটা লোন (Jio emergency data loan) নামে একটি অফারের কথা? যেখানে গ্ৰাহকদের দৈনিক ডেটা শেষ হবার পরে তারা ১ জিবি (GB internet) করে ডেটা লোন পেতেন। এবং এই ডেটা লোনের টাকা তাদের পরে পরিশোধ করতে হতো? মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবার সেই ইমার্জেন্সি ডেটা লোনের অফারটি (emergency data loan offer) পুনরায় চালু করতে চলেছে Jio। যেখানে গ্রাহকরা ১১ টাকার মোট ৫টি ইমার্জেন্সি ডেটা লোন পাবেন তাদের দৈনিক ডেটা ফুরিয়ে যাবার পর। এবং ১১ টাকা ১জিবি ডেটা লোন নিয়ে সেই টাকা চাইলে গ্ৰাহকরা পরে আলাদা রিচার্জের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

খবর অনুযায়ী, গ্ৰাহকদের কাছে টানতে পুরনো এই অফারটি আবার চালু করছে Jio। যেখানে মিলবে হাই স্পিড ইন্টারনেট ডেটা। এবং Recharge Now, Pay Later নামক অফারটির মাধ্যমে চাইলে ডেটা লোনের টাকা পরে পরিশোধ করতে পারবেন গ্ৰাহকরা‌।

আপনার জন্য
WhatsApp Logo