Wednesday, September 18, 2024

মাসে বেতন ২৫ হাজার টাকা, Jio তে রয়েছে চাকরির দুর্দান্ত সুযোগ, এভাবে করুন আবেদন

যারা কম্পানির চাকরি খুঁজছেন তাদের জন্য রইলো একটি সুখবর। সম্প্রতি ভারতের সবচেয়ে বড় কম্পানি Jio তাদের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে Jio মোট ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে সেগুলো হলো, Freelancer, Jio Smart Seles Trainee, Sales Associate, Business Operation, Sales and Distribution পদে কর্মী নিয়োগ করছে Jio। মাধ্যমিক পাশ কিংবা উচ্চমাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে jio-র এই পদ গুলোর জন্য। যার বেতন শুরু হচ্ছে ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, Jio-র Freelancer পদে শূন্যপদ রয়েছে ৭৭৯৬টি, Jio Smart Seles Trainee এ শূন্যপদ রয়েছে ৭৭২৪টি, Sales Associate পদের জন্য শূন্যপদ বলা হয়েছে ৭৫৭৫টি, Business Operation পদের জন্য শূন্যপদ বলা হয়েছে ৭২৮টি এবং Sales and Distribution পদে শূন্যপদ রয়েছে ৭২৭টি। বয়সসীমা ১৮ বছর হলেই পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন Jio এর এই ৫টি পদের জন্য। পাশাপাশি ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ অথবা উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন যে কেউই। জানিয়ে রাখি যে, Jio এই পদ গুলোর জন্য আবেদন করতে হবে অনলাইনে। বাড়িতে বসে একটি মোবাইল ফোন কিংবা কম্পিউটার থাকলেই আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

আবেদনের পদ্ধতিঃ jio-র এই পদ গুলোর জন্য আবেদন করা জন্য সর্বপ্রথমcareers.jio.com এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং পেজটিতে থাকা New user এ ক্লিক করে সাইট আপ করে নিতে হবে। সাইন আপ করার পর রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। এবং সবশেষে ফর্মের একটি screen shot নিয়ে রেখে দিতে হবে নিজের কাছে।

আপনার জন্য
WhatsApp Logo