Wednesday, September 18, 2024

ভোটের আগে বড় চমক মুখ্যমন্ত্রীর, এই মাসেই ঢুকবে ১৭টি প্রকল্পের টাকা! দেখুন তালিকা

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শুরু হচ্ছে ৪ জুলাই থেকে। আর এই পঞ্চায়েত নির্বাচন শুরু হবার আগেই একটি সুখবর শোনাল নবান্ন। জানা গেছে যে, রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) তরফ থেকে সেই সমস্ত প্রকল্পের টাকা কবে সাধারণ মানুষের ব্যাংক একাউন্টে দেয়া হবে তা জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। তাই আপনি যদি কোন সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে জেনে সেই টাকা কবে পাবেন আপনি।

রাজ্যের গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলোকে আর্থিক সাহায্য করার জন্য নানান ধরনের প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম হচ্ছে, মহিলাদের জন্য লক্ষী ভান্ডার, বয়স্কদের জন্য বৃদ্ধ ভাতা, মেয়েদের জন্য কন্যাশ্রী, স্কুল পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ সহ আরো বহু প্রকল্প। আর এইসমস্ত প্রকল্পের সুবিধাভোগীদের টাকা কবে দেয়া হবে তা জানানো হয় নবান্নের তরফ থেকে। তাই জেনে আপনার প্রকল্পের টাকা আপনি কবে নাগাদ পাবেন।

১) লক্ষী ভান্ডারঃ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলা ৫০০ এবং ১,০০০ করে পেয়ে থাকেন। যারা এই মাসে লক্ষী ভান্ডারের টাকা এখনো পাননি, তাদের টাকা খুব শিগগিরই রিলিজ করে দেয়া হবে বলে জানা গেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) জয়জোহার প্রকল্পঃ এই প্রকল্পের মাধ্যমে যারা ST,SC ১,০০০ টাকা করে পান সেই টাকা তাদের জুলাই মাসে দেয়া হবে। সেই সাথে যারা লোক সংগীত শিল্পী আছেন তারা যে ‘লক্ষ্য প্রসার’ প্রকল্পের মাধ্যমে ১,০০০ টাকা করে পান সেই টাকাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাদের ব্যাংক একাউন্টে।

Sarkari scheme

৩) রুপশ্রী ও কন্যাশ্রীঃ নবান্ন সুত্রের খবর, রুপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলা মেয়েরা যে ২৫০০০ টাকা করে পায় এই টাকা তাদের বয়স হয়ে গেলেই তাদের ব্যাংক একাউন্টে সময় মতো ঢুকে যাবে। অন্যদিকে বার্ধক্য ভাতা প্রকল্পের ১,০০০ টাকা এই মাসের মধ্যে পাঠিয়ে দেয়া হবে।

৪) কৃষকবন্ধু প্রকল্পঃ এই প্রকল্পের মাধ্যমে যারা আগের মাসের টাকা এখনো পাননি এবারে তাঁরা ২০০০-৫০০০ টাকা করে পাবেন। সেই সাথে কৃষক বার্ধক্য ভাতার ১,০০০ টাকাও এক সঙ্গে দেয়া হবে বলে জানা গেছে।

৫) শ্রমিক প্রকল্পঃ রাজ্যের চা শ্রমিকরা প্রতিমাসে ৫০০ এবং ১,০০০ টাকা করে পেয়ে থাকেন, এছাড়াও পুরোহিত ভাতার মাধ্যমে পুরোহিতরা পান ১,০০০ টাকা। আর এসব প্রকল্প সহ রাজ্যে আরও বাকি যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পের টাকা এই মাসেই দেয়া হবে জানা গেছে।

আপনার জন্য
WhatsApp Logo