কোভিডের সময় থেকেই দুয়ারে রেশন (Duare Ration) চলে আসছে। প্রতিমাসের মতো এবারও বাড়ির কাছেই পাওয়া যাবে রেশন। তবে এই মাসে রেশনে অনেকেরই মালের কম-বেশি হতে চলেছে। চলতি জুলাই মাসে রেশনে কী কী দেওয়া হবে এবং জুলাই মাসে কোন কার্ডে ঠিক কী কী দেওয়া হবে তার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কিছু কার্ডের ক্ষেত্রে একদিকে যেমন চাল, আটা, চিনি সবই দেওয়া হবে, ঠিকই তেমনই কিছু কার্ডে শুধুমাত্র চাল ছাড়া আর কিছুই দেওয়া হবেনা।
প্রথমে জেনে নিন যাদের AYY কার্ড রয়েছে তাদের ব্যাপারে। AYY কার্ড মানে হলো অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড। এই কার্ড যাদের রয়েছে তারা বেশি ভালো পরিমাণ মাল পাবেন। যাদের AYY রেশন কার্ড রয়েছে, তারা জুলাই মাসে চাল, গম এবং চিনি পাবেন। AYY কার্ড যাদের আছে তারা পরিবার প্রতি ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম, ২০ কেজি চাল এবং কেজি প্রতি ১৩.৫০ টাকায় চিনি নিতে পারবেন।। এরপর যাদের PHH কার্ড রয়েছে তারা কী কী পাবেন সেটা দেখে নিন। চলতি জুলাই মাসে PHH কার্ডে বা Priority Household কার্ডে শুধুমাত্র গম এবং চাল দেওয়া হবে।
এই কার্ডে চিনি নেই। জুলাই মাসে Priority Household কার্ডে পরিবারের সদস্য প্রতি ৩ কেজি চাল এবং ১ কেজি ও ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম দেওয়া হবে। সবশেষে যাদের Raja Khadya Suraksha Yojana I এবং II বা RKSY 1 & 2 কার্ড রয়েছে, তাদের জুলাই মাসে শুধুমাত্র চাল দেওয়া হবে। এই কার্ডেও চিনি ও গমের সুবিধা নেই। RKSY 1 & 2 কার্ড যাদের রয়েছে, তাদের এই মাসে যথাক্রমে মাথাপিছু ৫ কেজি এবং ২ কেজি করে চাল দেওয়া হবে।