রেশন কার্ড (Ration card) থাকলেই দেওয়া হবে ৮০ হাজার টাকা। দেশের দারিদ্র সীমার নিচে থাকা জনগণের জন্য এমনই পরিকল্পনা করা হয়েছে সরকার থেকে। রেশন কার্ডে চাল ডাল তো দেওয়া হবেই সেই সঙ্গে দেওয়া হবে ৮০ হাজার টাকাও। কিন্তু কেন দেওয়া হবে এতো টাকা? কাদের দেওয়া হবে এবং কীকরেই বা এতো টাকা পাওয়া যাবে-এই সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
ভারতে দারিদ্র্য সীমার নিচে থাকা এমন বহু মানুষ রয়েছেন যাদের বাড়ি-ঘরের অবস্থা প্রচন্ড খারাপ। যারা আর্থিক অভাবের কারণে নিজেদের বাড়িঘর মেরামত করতে পারেন না এবং যাদের এমন বাড়িঘর রয়েছে যেটা প্রায় ১০ বছর থেকে মেরামত করা হয়নি, সেই সমস্ত জনগণকেই রেশন কার্ডের মাধ্যমে ৮০ হাজার টাকা দেওয়া হবে একটি প্রকল্পের মাধ্যমে। সরকারের এই প্রকল্পের নাম নেওয়া হয়েছে আম্বেদকর হাউজিং রিনিউয়াল স্কিম। যাদের কাছে বিপিএল রেশন কার্ড (BPL Ration card) রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
পূর্বে আম্বেদকর হাউজিং রিনিউয়াল স্কিমের মাধ্যমে ৫০,০০০ টাকা দেওয়া হতো। তবে এবছর আম্বেদকর হাউজিং স্কিমের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। তবে সকলেই কিন্তু প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। আম্বেদকর হাউজিং স্কিমের সুবিধা নিতে গেলে বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো মানতে হবে। যেমন প্রথমত আবেদনকারীকে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীর এমন একটি বাড়ি থাকতে হবে যেটি প্রায় ১০ বছর ধরে মেরামত করা হয়নি। যদি এমন বাড়ি থেকে থাকে যেটা প্রায় দশ বছর ধরে মেরামত করা হয়নি এবং সেটা মেরামত করা প্রয়োজন,তাহলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
আরোও পড়ুন – রেশনে লম্বা লাইনে দাড়ানোর দিন শেষ! যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে সরকার, উপকৃত হবেন কোটি কোটি মানুষ
জনগণকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য এই প্রকল্পটি নিয়েছে হরিয়ানা রাজ্য (Haryana state) সরকার। এই প্রকল্প পেতে হলে অবশ্যই আধার কার্ডের (AadharCard) সঙ্গে লিঙ্ক করা একটি ব্যাংক অ্যাকাউন্ট (Bank account) থাকতে হবে এবং উপরে যে সমস্ত শর্ত বলা হয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। যাদের সমস্ত প্রমাণপত্র থাকবে এবং সমস্ত পূরণ হবে তারাই শুধুমাত্র আম্বেদকর হাউজিং রিনিউয়াল স্কিমের অফিশিয়াল ওয়েবসাইটে (offical website) গিয়ে আবেদন করতে পারবেন।।