Saturday, July 27, 2024

এই ৫ উপায়ে মাসে লাখ টাকা কামানোর সু্যোগ দিচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম! জানালেন খোদ জুকারবার্গ

আমাদের মধ্যে আজ-কাল সবাই সোশ্যাল মিডিয়া (Social media) ব্যাবহার করে থাকি। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে দুটি উল্লেখযোগ্য এবং জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তাই সম্ভবনা রয়েছে আপনিও হয়তো আমাদের এই প্রতিবেদনটি ফেসবুকের মাধ্যমেই পড়ছেন। কিন্তু আপনি কি জানেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম মাসে আপনাকে লাখ টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে?

রিল বানিয়ে কিংবা ভিডিও আপলোড (upload) করে নয়। অন্য ৫ উপায়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মাসে লাখ লাখ টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে সকলকে। আর একথা স্বয়ং নিজে বলেছেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিক মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। চলুন জেনে নিই কোন কোন উপায়ে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন।

১) ইন্টারঅপারেবল সাবস্ক্রিপশনঃ এটি এমন এক পদ্ধতি যেখান থেকে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই ইন্টারঅপারেবল সাবস্ক্রিপশনের (interoperable subscription) মাধ্যমে ফেসবুক গ্রুপ তৈরি করে সেই গ্ৰুপে ঢোকার জন্য আপনি মানুষের কাছে টাকা চাইতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) ফেসবুক স্টারসঃ আপনি ফেসবুক থেকে স্টারস নিয়ে মাসে প্রচুর টাকা উপার্জন করে পারবেন। সম্প্রতি নতুন এই ফিচারটি যোগ করেছে ফেসবুক। যেখানে ছবি, ভিডিও আপলোড (update) করে টাকা ইনকাম করা যায়।

Mark Zuckerberg

৩) Monetizing রিলসঃ ইনস্টাগ্রামে Reels ভিডিও বানিয়ে যে মাসে লাখ টাকা আয় করা যায় সেটা আমাদের সকলেরই জানা। কিন্তু এবার Monetizing Reels এর মাধ্যমে আপনার ভিডিও দেখার জন্য লোকজন আপনাকে টাকা দেবে। আপনি যদি একটু বড় ধরনের ক্রিয়েটর হন তাহলে ইনস্টাগ্রামে Monetizing Reels এর মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

৪) ফেসবুক মার্কেটপ্লেসঃ ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো এবার আপনি ফেসবুক মার্কেটপ্লেসে নিজের দোকান খুলতে পারেন। বিক্রি করতে পারেন নিজের তৈরি যে কোন পন্য। কামাতে পারবেন টাকা।

৫) digital Collectibles: ইনস্টাগ্রামে নিজের প্রতিভা ব্যাবহার করে আপনি বিভিন্ন ছবি এবং স্টিকার তৈরি করতে পারেন এবং সেগুলো বিক্রি করে টাকা কামাতে পারেন। এজন্য ইনস্টাগ্রাম NFT অর্থাৎ Non Fungible Tokens তৈরি করেছে।

আপনার জন্য
WhatsApp Logo