Friday, December 8, 2023

ইলেকট্রিক মিটারে জ্বলতে থাকা এই লাল আলো, মাসে কত টাকা বাড়তি বিল আসে জানেন ? শুনলে চমকে উঠবেন

এখন প্রায় সব বাড়িতেই স্মার্ট ইলেকট্রিক মিটার (Smart Electric Metre) বসানো আছে। এবং সেই মিটারে একটি ছোট্ট লাল আলো যা ২৪ ঘন্টাই জ্বলতে থাকে। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট লাল আলো যা ২৪ ঘন্টা মিটমিট করে জ্বলছে এর কারণে মাসে আপনাকে কতো টাকা বাড়তি বিল দিতে হচ্ছে? জানলে কিন্তু চমকে উঠবেন আপনি।

আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে ইলেকট্রিক মিটারে ছোট্ট এই লাল আলো জ্বলতে থাকা নিয়ে একটি সিনেমা বেড়িয়েছিল। যেখানে বলা হয়েছিল যে বাড়ির মিটারে ছোট্ট এই লাল আলোর জন্য সরকারের কতো টাকা মুনাফা হচ্ছে। বৈদ্যুতিক সংস্থা গুলো মাসে কতো টাকা ইনকাম করছে এখান থেকে। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে, এই ছোট্ট লাল আলোর জন্য আপনাকে মাস শেষে কতো টাকা বাড়তি ইলেকট্রিক বিল দিতে হচ্ছে। যদি আপনি জানেন তো চমকে যাবেন। চলুন জেনে নিই।

Electric metre

ইলেকট্রিক মিটারে লাল আলো নির্দেশ দেয় যে আপনার মিটারটি সচল আছে। তবে এই লাল আলো যা ১ ওয়াটের থেকে কম ছোট্ট বাল্বটি ব্যাবহার করা হয়েছে ইলেকট্রিক মিটারে। এর জন্য এই ছোট্ট লাল বাল্বটি মাসে প্রায় ১ ইউনিট (unit) বিদ্যুৎ খরচ করে। বর্তমানে ১ ইউনিট বিদ্যুতের দাম ৮ টাকা হলে, মিটারে জ্বলতে থাকা এই ছোট্ট লাল আলোটি মাসে ৮ টাকার মতো বিদ্যুত খরচ করছে, অর্থাৎ আপনার মাসে যা বিদ্যুত বিল আসে তার থেকে ৮ টাকা আপনাকে অতিরিক্ত দিতে হচ্ছে। শুধু তাই নয়, ইলেকট্রিক মিটারে এই ছোট্ট লাল আলোর জন্য একটি পাড়া থেকে বিদ্যুত সংস্থা গুলো কোটি কোটি টাকা উপার্জন করছে। কি শুনে চমকে গেলেন তো?

আপনার জন্য
WhatsApp Logo