Wednesday, September 18, 2024

শেষ হল ঝামেলা, এবার থেকে এই কাজের জন্য লাগবে না আর আধার কার্ড! স্বস্তি বহু মানুষের

আধার কার্ড (Aadhar Card) একটি গুরুত্বপূর্ণ নথি। আজকাল আপনি যেই কাজেই যান না কেন ডকুমেন্ট (documents) হিসেবে আপনার আধার কার্ডের প্রয়োজন হবে। ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে আধার কার্ডের প্রয়োজন পড়বেই। কারণ কেন্দ্রীয় সরকার এবং UIDAI মিলে সমস্ত ডকুমেন্টের সাথে আধার লিঙ্ক করা একপ্রকার বাধ্যতামূলক করে দিয়েছিল। কিন্তু একটি কাজে এখন থেকে আর আপনার আধার কার্ডের প্রয়োজন হবে না। কারণ কেন্দ্র তাদের সিদ্ধান্ত বদল করেছে।

বর্তমানে আধার-প্যান লিঙ্ক (Aadhar Pan card link) করাতে গিয়ে জরিমানা বাবদ ১,০০০ টাকা গুনতে হচ্ছে অনেককে। সরকার সমস্ত ডকুমেন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে পরিষেবা আর উন্নতি করতে চাইছে। কিন্তু একটি কাজে কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত বদল করেছে যে এখন থেকে আর কারো জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময় আধার কার্ডের প্রয়োজন হবে না। মঙ্গলবার ২৭ জুন (June) ২০২৩ এ জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MEiTY) RGI-গুলিকে কারো জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রক্রিয়া পরিচয়পত্র যাচাইয়ের জন্য আধার ডাটাবেস ব্যবহার করার অনুমতি দিয়েছিল। তবে এবার থেকে যে কেউই চাইলে কারো জন্ম ও মৃত্যুর সময় কেউ আধার কার্ড নাও দেখাতে পারবেন।

Aadhar card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জন্ম এবং মৃত্যুর ডকুমেন্টের যাচাইয়ের সময় সেখানে অপশনে আধার কার্ড Yes অথবা NO থাকবে। এই NO অপশনটি বেছে নিয়ে যে কেউই চাইলে আধার কার্ড নাও দেখতে পারেন। এরফলে সুবিধাভোগী হবেন তাঁরা যাদের কিনা এখনো আধার কার্ড হয়নি। একই সাথে সরকারের জারি করা নির্দেশ অনুসারে, নতুন সন্তান জন্মানোর ক্ষেত্রে পিতা এবং মাতা কিংবা তথ্যদাতার পরিচয় দিতে হবে। এবং কারো মৃত্যুর ক্ষেত্রে জন্মের সময় তথ্যদাতার পরিচয়পত্র, তার পিতা-মাতা কিংবা পত্নীর পরিচয়পত্র দিলেও হবে।

আপনার জন্য
WhatsApp Logo