Saturday, July 27, 2024

মোবাইল ফোন দিয়ে চেক করুন আধার কার্ড আসল না নকল, সময় লাগবে মাত্র ১ সেকেন্ড

বর্তমানে আধার কার্ড (Aadhar Card) একটি গুরুত্বপূর্ণ নথি। আপনি যেখানেই যান না কেন, যে কাজেই যান না কেন আধার কার্ডের প্রয়োজনীয়তা আছে। এমতাবস্থায় যদি আপনার আধার কার্ডটি জাল অথবা নকল ধরা পড়ে তাহলে কিন্তু চরম বিপদের মধ্যে পড়তে পারেন আপনি। এমনকি এর জন্য জেল সহ জরিমানাও হতে পারে আপনার।

বর্তমানে দেশে প্রতারণার সংখ্যা কম নয়। দিনের পর দিন বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তার মধ্যে আধার কার্ড হচ্ছে একটি। তাই আপনার অবশ্যই জানা উচিত আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে সেটি জাল না আসল। আপনি খুব সহজেই ঘরে বসে চেক করতে পারবেন আপনার আধার কার্ড জাল না আসল। এরজন্য আপনার প্রয়োজন হবে শুধু একটি মোবাইল ফোনের (mobile phone) আপনার কাছে একটি মোবাইল ফোন এবং ইন্টারনেট (internet) সংযোগ থাকলেই মাত্র ১ সেকেন্ডে বলে দেয়া যাবে আপনার আধার কার্ডটি জাল অথবা আসল কিনা। তাহলে চলুন যেনে নেই পদ্ধতি।

আধার কার্ড জাল না আসল চেক করুন এভাবে: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhar card

আধার কার্ড আসল না নকল চেক করার দু’টো পদ্ধতি আছে। প্রথমটা একদমই সহজ যা ১ সেকেন্ডের মধ্যে করা যায়। এবং দ্বিতীয়টা করতে ১ থেকে ২ মিনিট সময় লাগে পারে। চলুন দুটো পদ্ধতিই জেনে নিন।

প্রথম পদ্ধতি: আধার কার্ড আসল না নকল তা বোঝার জন্য আপনাকে Google Play Store থেকে barcode scanner নামক একটি App ডাউনলোড করে নিতে হবে। এরপর সেই App টি ওপেন করে আধার কার্ডে থাকা barcode টি ফোন দিয়ে scan করে নিতে হবে। দেখবেন barcode টি barcode scanner নামক App দিয়ে scan করার পর আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে আর তা না হলে আপনাকে সরাসরি আপনার আধার নম্বর দেখিয়ে দেবে, তাহলেই বুঝবেন আপনার আধার কার্ডটি আসল।

দ্বিতীয় পদ্ধতি: আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে myaadhaar.uidai.gov.in এ যেতে হবে। এরপর আধার সার্ভিস সেকশন থেকে verify অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার নম্বর দিয়ে capture code বসিয়ে process এ ক্লিক করে দিতে হবে। এরপর নতুন একটি পেজ খুলবে আপনার সামনে, যেখানে আপনার আধার সম্পর্কিত যাবতীয় তথ্য শো করবে। এভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটি আসল না নকল।

আপনার জন্য
WhatsApp Logo