আমাদের রাজ্যের ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এবং তার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ৬০ শতাংশ নম্বর পেয়েছে সে সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে এবং উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের যাতে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয়; সেই কারণে রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ তাদের দিয়ে থাকে। তবে বর্তমানে রাজ্য সরকারের সেই সমস্ত স্কলারশিপের মধ্যে যেই স্কলারশিপটি সবচেয়ে জনপ্রিয়,সেটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda scholarship) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মাধ্যমে মোট ২৪,০০০ টাকা দেওয়া হয়।
মাধ্যমিকের শতাংশ নম্বর পেয়েছে এমন প্রতিটা ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে ২৪ হাজার টাকা পেতে পারেন। কিন্তু এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের সঠিক পদ্ধতি না জানার কারণে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন না আবেদন করার সময় ভুল করে ফেলেন। যার ফলে ২৪ হাজার টাকা তাদের হাতছাড়া হয়ে যায়।। তাই আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে,আপনি কী করে সম্পূর্ণ সঠিক পদ্ধতিদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইন (online) আবেদন করতে পারবেন।।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি :-
▪ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে হলে সবার প্রথমেই আপনাকে “https://svmcm.wbhed.gov.in/” এই লিংক ভিজিট করতে হবে।
▪ এই লিংকে ভিজিট করলে আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সেখানে আপনি How To Apply অপশনটি দেখতে পাবেন। আপনাকে সেই How To Apply অপশনে ক্লিক করতে হবে।
▪ সেখান ক্লিক করলে DIRECTORATE OF SCHOOL EDUCATION (DSE) অপশন পাবেন। সেখান থেকে আপনাকে Apply for fresh application অপশন বেছে নিতে হবে।।
▪ এটা করার পর আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজ আসবে। সেখানে আপনাকে সমস্ত তথ্য এবং নথিপত্র সহ সেই পেজ পূরণ করে নিজেকে রেজিস্টার করে নিতে হবেম এরপর আপনি সেখান থেকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। এটা আপনাকে সবসময় সংরক্ষণ করে রাখতে হবে।
—–
▪ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে আবার ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে। এবার হোমপেজে Applicant Login অপশন পাবেন। আপনাকে সেই লগইন অপশনে ক্লিক করতে হবে। এবং সেখানে আপনার ইউজার আইডি বা অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
▪ লগইন করার পরে আপনার আসল কাজ শুরু হবে এরপর আপনি নিজের আইডির সমস্ত তথ্য দেখতে পাবেন এরপর আপনাকে সেখানে নিজের যাবতীয় তথ্য নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
▪ সমস্ত তথ্য এবং নথিপত্র সহ সেটা করা হয়ে গেলে আপনি তার রিভিউ দেখে নিতে পারবেন যে আপনার আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা।যখন আপনার আবেদনপত্র পূরণ করা হয়ে যাবে তখন আপনাকে সেটা ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং সেটা এরপর আপনার স্কুলে জমা দিতে হবে। এবং ঠিক এই পদ্ধতি অনুসরণ করেই আপনি খুব সহজেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করতে পারবেন।