Wednesday, September 18, 2024

প্রায় ১৩ কোটি মানুষের বাতিল হচ্ছে প্যান কার্ড! তালিকায় আপনার নাম? খুঁজে দেখুন

আয়কর বিভাগের (income tax department) তথ্য অনুসারে কিছুদিন পরেই ভারতের প্রায় ১৩ কোটি মানুষের প্যান কার্ড বন্ধ হতে চলেছে। সংখ্যাটা কিন্তু ১৩ হাজার বা ১৩ লক্ষ নয়,সংখ্যাটা ১৩ কোটি। আর এই ১৩ কোটি মানুষের নামের তালিকায় আপনার নাম যে থাকতেই পারে, সেটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় নয়। আর আয়কর বিভাগ থেকে একবার যদি আপনার প্যান কার্ড বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনাকে যেমন প্রথমবারের জন্য নানা ধরনের সমস্যায় পড়তে হবে? ঠিক সেরকমই পুনরায় সেই কার্ড চালু করার জন্যেও কিন্তু মোটা টাকা খরচ হতে পারে।

ভারতীয় নাগরিকদের যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhar Pan Link) করতে হবে সেই ঘোষণা অনেক আগেই করা হয়েছিল।। সাধারণ জনগণকে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর কাজটা করতে পারেননি। তাই আয়কর বিভাগ থেকে বার বার সময় বাড়ানো হয়েছে। আয়কর বিভাগ থেকে সঙ্গে প্যান কার্ড লিংক বানানোর জন্য সে সময় দেওয়া হয়েছে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত এরপর আয়কর বিভাগ থেকে এই কাজের জন্য আর সময় দেওয়া হবেনা।

Pan card to Addhar Card link

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩০ জুনের (Jun) মধ্যেও যাদের আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য সময় হবেনা, তাদের পড়তে হবে নানা ধরনের সমস্যায়। প্রথমত- যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো হবেনা, আয়কর বিভাগ থেকে তাদের প্যান কার্ড নিস্ক্রিয় করা হবে। প্যান কার্ড নিস্ক্রিয় (inactive) হয়ে তাদের সরকারি এবং বেসরকারি-উভয় ধরনের ব্যাঙ্কিং সংক্রান্ত কাজে সমস্যায় পড়তে হবে। দ্বিতীয়ত- প্যান কার্ড বন্ধ হয়ে গেলে তাদের যেকোনো ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সমস্যা হতে পারে।

ভারতের ৬১ কোটি মানুষের কাছে প্যান কার্ড রয়েছে। এর মধ্যে এখনো পযর্ন্ত ৪৮ কোটি মানুষের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো হয়েছে। কিন্তু বাকি ১৩ কোটি মানুষ এই কাজটি করেননি। যারা আগামী ৩০ তারিখের মধ্যেও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাবেন না, তাদের কিছু আর্থিক জরিমানা তো দিতেই হবে, সঙ্গে নিজের প্যান কার্ডও হারাতে হবে। আর যদি একবার প্যান কার্ড বন্ধ হয়ে যায়, তাহলে সেই প্যান কার্ড পূনরায় চালু করতে হলে আপনাকে ১০,০০০ দিতে হবে।। তাই প্যান কার্ডের সুবিধা থেকে যদি বঞ্চিত না হতে চান, আর নগদ ১০,০০০ টাকা না হারাতে চান, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি করে ফেলুন।

আপনার জন্য
WhatsApp Logo