Saturday, July 27, 2024

ATM কার্ডে ছাপা ১৬ ডিজিটের নম্বরে রয়েছে বিশেষ অর্থ, না জানলে ফাঁকা হতে পারে ব্যাংক একাউন্ট

আজকাল আমাদের সবার কাছেই এটিএম কার্ড রয়েছে বা যাকে বলা হয় ডেবিট কার্ড (debit card)। সাধারণত ব্যাংকে গিয়ে লম্বা লাইন ধরে টাকা তোলার বদলে এই ডেবিট কার্ড নিয়ে যে কোন এটিএম মেশিনে (ATM machine) গেলে সেখান থেকে কয়েক মিনিটেই টাকা উত্তোলন করা যায়। আবার ডেবিট কার্ডের মাধ্যমে খাবার অথবা শপিংয়ের বিলও পরিশোধ করা যায়। কিন্তু আপনি কি জানেন ডেবিট কার্ডে লেখা আছে ১৬ সংখ্যার নম্বর, এই নম্বরের অর্থ কি? এই ১৬ সংখ্যার নম্বর কিন্তু খুবই স্পর্শকাতর। যা গোপন রাখতে হয় সবসময়।

অনেকেই জানেন না যে এটিএম কার্ড বা ডেবিট কার্ডের পেছনে লেখা ১৬ সংখ্যা নম্বরের অর্থ। সবাই শুধু এটুকু জানেন যে এটি শুধুমাত্র ডেবিট কার্ডের নম্বর হিসাবে ব্যাবহার করা হয়। যা ব্যাংক অথবা ডেবিট কার্ড কোম্পানি থেকে পিছনে প্রিন্ট (print) করে বসানো হয়েছ। কিন্তু ডেবিট কার্ডের পিছনে ১৬ সংখ্যা নম্বরের কিন্তু বিশেষ অর্থ অবশ্যই রয়েছে। চলুন জেনে নিই, নয়তো এর জন্য ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক একাউন্ট।

ATM machine

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এটিএম কার্ডে লেখা প্রথম অঙ্কের সংখাটি এটি ইস্যুকারী শিল্পের সাথে সংযুক্ত। অর্থাৎ এটিএম কার্ডের /ডেবিট কার্ডের প্রথম সংখাটি প্রধান শিল্প শনাক্তকারী নম্বর হিসাবে পরিচিত। এরপর পরবর্তী ৫ সংখ্যা যেটিকে আইডেন্টিফিকেশন (identification) নম্বর বলা হয়। এই ৫ সংখ্যার নম্বরটি বোঝায় যে কার্ডটি কোন কম্পানির দ্বারা তৈরি। এরপর এটিএম কার্ডের ৭ থেকে ১৫ নম্বর পর্যন্ত লেখা সংখাটি সরাসরি আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে। তাই অচেনা কাউকে এটিএম কার্ড দেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার জন্য।

আপনার জন্য
WhatsApp Logo