আসন্ন বিভানসভা নির্বাচনে বিরোধীরা যাতে খড়কুটোর মতো উড়ে যায়, সেই মাস্টার প্ল্যান নিয়েই শিবরাজ সিং চৌহান সরকার লাডলি বেহেনা প্রকল্প (Ladli Behena scheme) শুরু করেন। এবার সেই প্রকল্পেরই বাস্তব রূপায়ণ হতে চলেছে। লাডলি বেহেনা প্রকল্পে আবেদনকারী সমস্ত মহিলাদের ব্যাঙ্ক একাউন্টেই (bank account) আগামী ১০ জুন এক হাজার টাকা করে পাঠানো হবে। ১০ই জুন ১০০০ টাকা পাঠানোর মাধ্যমে লাডলি বেহেনা প্রকল্পের প্রথম কিস্তি সম্পন্ন করা হবে। জেনে নিন কারা পাবে এই টাকা।
রাজ্যের যেই সমস্ত মহিলারা লাডলি বেহেনা প্রকল্পের জন্য আবেদন করেছেন,তারা সকলেই কিন্তু টাকা পাবেন যদি তাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে। ১০ জুন সবার অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে ১০০০ টাকা করে পাঠানো যাবে কিনা- বা এই প্রক্রিয়ায় কোনো সমস্যা রয়েছে কিনা, তা যাচাই করে দেখার জন্য ইতিমধ্যেই সবার অ্যাকাউন্টে এক টাকা করে পাঠিয়ে এই সম্পূর্ণ প্রক্রিয়া পরিক্ষা করা হয়েছে। যাদের অ্যাকাউন্টে এই এক টাকা ঠিকঠাকভাবে পাঠানো সম্ভব হয়েছে, তারাই ১০ই জুন এক হাজার টাকা করে পাবেন। কিন্তু যেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো নেই, যাদের একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারা টাকা পাবেন না। সেই সমস্ত মহিলাদের আবেদনে যে ভুল থাকবে তা সংশোধন করা হবে।।
মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার তার এই লাডলি বেহেনা প্রকল্পকে আগামী বিধান সভা নির্বাচনে ব্রহ্মাস্ত্রের মতো ব্যবহার করতে চাইছেন। তাঁর এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের অর্ধেক জনসংখ্যাকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের যাতে কোনো ঝামেলা ছাড়াই আর্থিকভাবে সহায়তা করা যায়, তাই ১০ই জুনের আগেই সমস্ত প্রক্রিয়া পরিক্ষা করা হয়েছে। ব্যাঙ্কগুলোর মাধ্যমে আবেদনকাদী মহিলাদের আবেদন যাচাই করা হচ্ছে। যাদের আবেদনে কোনো ভুল রয়েছে, সেটাও সংশোধন করার ব্যবস্থা করা হয়েছে।।