Wednesday, September 18, 2024

শুধুমাত্র সুদ থেকেই আয় ২ লক্ষ টাকা! পোষ্ট অফিসের এই স্কিমের ব্যাপারে জানেন মাত্র ১% মানুষ

প্রত্যেক মানুষেরই বার্ধক্য নিয়ে একটা পরিকল্পনা থাকে। বয়সকালে যাতে টাকার সমস্যায় পড়তে না হয় এজন্য অনেকেই বিভিন্ন জায়গায় টাকা জমা কিংবা টাকা বিনিয়োগ করে থাকেন। তাই আজ তেমনি একটি টাকা বিনিয়োগ করার স্কিমের ব্যাপারে বলবো আপনাদের। যেখানে শুধুমাত্র ৫ লাখ টাকা বিনিয়োগ করেই সুদ পাওয়া যাবে ২ লক্ষ টাকা। চলুন জেনে নিই।

এই স্কিমের নামটি হচ্ছে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (senior citizen saving scheme)। এটি পোষ্ট অফিসের (India post office) একটি স্কিমের নাম। যেখানে টাকা রাখলে দুর্দান্ত সুদ পাওয়া যায়। এমনকি এখানে FD-র থেকেও বেশি সুদ মেলে। শুধুমাত্র যারা ৬০ বছরের উপরে আছেন তারাই কেবল পোষ্ট অফিসের এই সিটিজেন সেভিং স্কিমের সুবিধা নিতে পারবেন।

মাত্র ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেই সুদ মিলবে ২ লক্ষ টাকা। পোষ্ট অফিসের এই স্কিমের প্রতি ৩ মাস অন্তর অন্তর ১০,২৫০ টাকা করে রিটার্ন পাবেন আপনি, যার অর্থ বছরে ৪১,০০০ টাকা। এছাড়াও আপনি যদি ৫ বছরের জন্য গণনা করেন, আপনি শুধুমাত্র সুদের থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে একাউন্ট খুলবেন?

Post office

পোষ্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে একাউন্ট খোলার জন্য আপনার বয়স ৬০ বছরের উপরে হতে হবে। পোষ্ট অফিস এবং যে কোন সরকারি ব্যাংকে গিয়েও সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে একাউন্ট খোলা যায়। এর জন্য আপনাকে একটি ফর্ম দেয়া হবে, সেটি ফিলাপ করে জমা দিতে হবে। ফর্মের জন্য আপনার ২টি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। সেই সাথে KYC সম্পর্কিত নথিপত্রের দরকার পড়বে।

আপনার জন্য
WhatsApp Logo