Wednesday, September 18, 2024

স্মার্টফোন নয় এবার থেকে কিপ্যাড ফোন দিয়েই হবে UPI মাধ্যমে টাকা লেনদেন! শিখেনিন পদ্ধতি

কাউকে টাকা পাঠানো থেকে শুরু করে টাকা রিসিভ করা সব কিছুই হয় UPI-র মাধ্যমে। আর এই UPI যার ফুল ফর্ম হচ্ছে গিয়ে ‘Unified Payments Interface’ যেটা কিনা ভারতের তৈরি। এমনকি আজকাল সমস্ত টাকা লেনদেন করা Apps গুলোও এই UPI-এর ব্যাবহার করছে। এমতাবস্থায় ভারতে ক্যাশলেস লেনদেন অনেক অংশে বেড়ে গিয়েছে এই UPI-এর কারণে। হাতে একটা স্মার্টফোন থাকলেই অনলাইনে টাকা পাঠানো যায় যেখানে খুশি।

কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, যাদের কাছে কোন স্মার্টফোন (smart phone) নেই তাদের যদি অনলাইনে কাউকে টাকা পাঠানোর হয় তাহলে তারা কিভাবে টাকা পাঠাবে? কারণ UPI পেমেন্ট সিস্টেম শুধুমাত্র স্মার্টফোনেই কাজ করে। অন্যদিকে ভারতের শুধুমাত্র ৪৫ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। বাকিদের কছে  কোন স্মার্টফোন নেই। এমতাবস্থায় UPI পেমেন্ট সিস্টেম যাতে কিপ্যাড মোবাইলেও কাজ করে তার জন্য সরকার অনেক আগেই একটি পরিকল্পনা করে রেখেছিল। এবার আপনি কিপ্যাড ফোন দিয়েও UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। শিখে নিন পদ্ধতি।

এভাবে কিপ্যাড ফোন দিয়ে UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করুন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mobile phone

কিপ্যাড ফোন দিয়ে UPI- এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম 08085163666 এই নম্বরটি ডায়াল করতে হবে আপনাকে। এরপর আপনাকে আপনার ভাষা বেছে নিতে হবে। এরপর টাকা লেনদেন কিংবা টাকা পাঠানোর জন্য 1 চিপতে হবে আপনাকে। এবার যেই ব্যাংক থেকে আপনি টাকা পাঠাতে চান সেটি মুখে বলতে হবে আপনাকে। এরপর 1 চিপে কনফার্ম করুন। এরপর আবার 1 চিপতে হবে টাকা লেনদেন করার জন্য। তারপর একটি মোবাইল নম্বর লিখুন যাতে আপনি টাকা পাঠাতে চান। এরপর কনফার্ম করার জন্য ফের আপনাকে 1 চিপতে হবে। এরপর আপনি যতো টাকা পাঠাতে চান তা লিখুন। সবশেষে UPI পিন দিলেই আপনার টাকা লেনদেন সম্পুর্ন হয়ে যাবে।

জানিয়ে দেই যে, কিপ্যাড ফোন দিয়ে UPI- এর মাধ্যমে টাকা লেনদেন/ পাঠানোর জন্য সর্বপ্রথম আপনাকে UPI পিন তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি বয়স্ক কোন ব্যক্তি হোন সাহায্য নিতে পারেন বাড়ির কোন যুবকের নইলে একটু কষ্ট করে চলে যান সাইবার ক্যাফেতে।

আপনার জন্য
WhatsApp Logo