ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নেভি এই দুই বাহিনীই দেশের স্বার্থে কাজ করে থাকে। কেউ পাহারা দেয় জল ভাগ সীমান্তে আবার কেউ পাহারা দেয় স্থল ভাগ সীমান্তে। এক কথায় ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নেভিতে কাজ করা মানে দেশের স্বার্থে কাজ করা। আর এবারে সেই ভারতীয় নেভিতেই রয়েছে চাকরির সুযোগ। বডি ফিটনেস ভালো হলেই চাকরি মিলবে ভারতীয় নেভিতে। জেনে নিন বিস্তারিত।
সম্প্রতি ভারতীয় নৌবাহিনী অগ্নিবীরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার শূন্যপদ রয়েছে ৩৫টি। বয়স ১৮ বছর হলেই পুরুষ এবং মহিলা, আবেদন করতে পারবেন ভারতীয় নৌবাহিনী অগ্নিবীরের পদের জন্য। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২ জুলাইয়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। ২৬ জুলাই ভারতীয় নৌবাহিনী অগ্নিবীরের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ হাতে আর বেশি সময় নেই। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর প্রাথমিক স্ক্রীনিং, চূড়ান্ত স্ক্রীনিং, শারীরিক ফিটনেস টেস্ট এবং রিক্রুটমেন্ট মেডিকেল টেস্টে যোগ্যতা অর্জনের মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হবে। সেই সাথে যে কোন স্কুল শিক্ষা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস করা থাকলেই নৌবাহিনী অগ্নিবীরের পদের জন্য আবেদন করা যাবে।
আবেদনের পদ্ধতিঃ
নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট Indian Navy তে গিয়ে চাকরির আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। সেখানে থাকা অগ্নিবীর – 02/2023 ব্যাচের আবেদনের অপশনে ক্লিক করলে একটি’ লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন উইন্ডোতে খুলবে যেখানে প্রয়োজনীয় সব নথিপত্র সহ আবেদনের ফর্মটি পূরন করতে হবে এবং সবশেষে সেটির একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে পরবর্তী সময়ের জন্য।