১ জুলাই থেকে বদলে যাচ্ছে দেশের এই ৫ নিয়ম, সরাসরি টান পড়বে মধ্যবিত্তদের পকেটে! জানুন বিশদে

১লা জুলাই থেকে চালু হবে সরকারের বেশ কিছু নিয়ম। রান্নার গ্যাস (LPG gas) থেকে শুরু করে আপনার পায়ের চটি পর্যন্ত- সব ক্ষেত্রেই দেখা যাবে সরকারের এই সমস্ত পরিবর্তনের প্রভাব। কোন কোন ক্ষেত্রে ঠিক কি কি নিয়মের পরিবর্তন আনা হবে?আর এই পরিবর্তনের ফলে আপনারই বা কী সমস্যা হতে পারে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

পয়লা জুলাই থেকে প্রথমেই যে পরিবর্তন আসবে, সেটি আসবে গ্যাস সিলিন্ডারের ওপর। আগামী তারিখ থেকে ১৪ কেজি সিলিন্ডারের উপর তেমন ভাবে দাম না বাড়লেও, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের ওপর অনেকটাই দাম বাড়বে। পুনরায় নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে সাধারণ জনগণের উপর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগামী জুলাই মাসের পহেলা তারিখ থেকেই হয়তো দেশে নিম্ন কোয়ালিটির চটি এবং জুতো তৈরি বন্ধ করে দেওয়া হবে। নিম্নমানের চটি এবং জুতো তৈরি নিষিদ্ধ করলে এই ধরনের নিম্নমানের পন্য আর বাজারে পাওয়া যাবে না। ফলে পরবর্তীতে যে সমস্ত পণ্য আসবে,সেগুলো এর থেকে অনেকটাই ভালো হবে। সেই উদ্দেশ্যেই মূলত এই নিয়ম জারি করা।

Rupee

তৃতীয় যে নিয়ম আসতে চলেছে এটা শুধুমাত্র তাদের জন্য খরচের ক্ষেত্রে বিদেশি ক্রেডিট কার্ড (credit card)  ব্যবহার করেন। পয়লা জুলাই থেকে যদি আপনি বিদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করে থাকেন এবং আপনি ৭ লক্ষ টাকা বা তার বেশি খরচ করেন, তাহলে আপনার সেই খরচের ওপর ২০% শতাংশ টিসিএস (TCS)  বসবে। আর যদি আপনি সেই টাকা শিক্ষা বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহার করেন,তাহলে আপনার সেই খরচের ওপর পাঁচ শতাংশ টিসিএস বসবে।।

চতুর্থ পরিবর্তন আসতে চলেছে শিক্ষার ক্ষেত্রে। ১লা জুলাই থেকে যারা চার্টার্ট অ্যাকাউন্টান্সিতে পড়বেন, তাদের জন্য সরকারের নতুন প্রকল্প চালু করবে। এর ফলে কয়েক লক্ষ পড়ুয়া উপকৃত হবেন। এছাড়াও ১লা জুলাই থেকে পাঁচ নম্বর পরিবর্তন দেখা যাবে টোল ট্যাক্সের ক্ষেত্রে।। বাড়তি টোল ট্যাক্স (toll tax) দেখা যাবে দিল্লি-দেরাদুন হাইওয়ের সিভায়া টোল প্লাজায়। এই রুটে ভারী যানবাহনের ক্ষেত্রে ১ লা জুলাই থেকে ভারী টোল ট্যাক্স বাড়ানো হবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment