Tuesday, October 15, 2024

ইন্টারভিউয়েতে বাজিমাত করলেই মিলবে চাকরী! বেতন ১৮,০০০ টাকা, রাজ্যের এই সেক্টরে হবে নিয়োগ

রাজ্যের কো- অপারেটিং সার্ভিস কমিশন সম্প্রতি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেই বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের কো- অপারেটিং সার্ভিস কমিশনের বিভিন্ন পদে লোক নেয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য চাকরিপ্রার্থীদের। যার বেতন শুরু হবে ৮,০০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত। আগ্রহ চাকরিপ্রার্থীদের ২২/৬/২০২৩ এবং ২৩/৬/২০২৩ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেয়ার পর ইন্টারভিউয়ের স্থানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে কো- অপারেটিং সার্ভিস কমিশনের dairy Technologist এবং operator পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে B.Tech in dairy Technologist এবং food Technologist সাথে computer এর বেসিক নেলেজ (M.S word) জানা থাকলেই আবেদন করা যাবে dairy Technologist পদের জন্য। অন্যদিকে operator (শূন্যপদ ১টি) এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে mechanical instrument dairy Trade সাথে ২ বছরের ITI করা থাকলেই আবেদন করা যাবে এ পদের জন্য।

আগ্রহী চাকরিপ্রার্থীরা webcsc.org অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবে। এছাড়াও আগ্রহী চাকরিপ্রার্থীদের যারা কিনা চাকরি করতে ইচ্ছুক তাদের প্রয়োজনীয় নথিপত্র সহ সেগুলো PDF ফাইল করে cscwbbb@gmail.com এই মেল ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র গুলো হচ্ছে শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র, বাসিন্দা সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পরিচয়পত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। জানিয়ে রাখি যে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য চাকরিপ্রার্থীদের। dairy Technologist পদে ইন্টারভিউয়ের সময় হচ্ছে ২৬ তারিখ সকাল ১১ টা এবং operator পদের ইন্টারভিউয়ের সময় হচ্ছে ২৩ তারিখ সকাল ১১টা। ( জুন)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

ইন্টারভিউয়ের স্থান: 

Office of the West Bengal Co- operative Service Commission, Khadya Bhawan Complex, PWD Buildings, Block-A (Ground Floor), 11 A, Mirza Ghalib Street, Kolkata- 700087

আপনার জন্য
WhatsApp Logo