Wednesday, October 9, 2024

৪৮ হাজার টাকা! আবেদন করলেই মিলবে টাকা, পড়ুয়াদের মোটা অংকের স্কলারশিপ দিচ্ছে এই সংস্থা

যারা গরীব দুঃস্থ ছাত্র-ছাত্রী আছেন, অথচ পড়াশোনায় ভালো তাদের জন্য মোটা অংকের স্কলারশিপের ব্যাবস্থা করেছে Oil of Natural Gas Corporation of India বা ONGC। খবর অনুযায়ী, গরিব-দুঃস্থ অথচ মেধাবী এমন ছাত্র-ছাত্রীদের ৪৮ হাজার টাকা স্কলারশিপ দেয়া হচ্ছে সংস্থাটির তরফ থেকে। তাই আপনি যদি এই স্কলারশিপে আবেদন করতে চান জেনে নিন বিস্তারিত।

Oil of Natural Gas Corporation of India প্রতিবছরই পড়ুয়াদের মোটা অংকের স্কলারশিপ দিয়ে থাকে। তাই এবারেও সংস্থাটির তরফ ৪৮ টাকা স্কলারশিপ দেয়া হচ্ছে মেধাবী ছাত্র-ছাত্রীদের। এই স্কলারশিপের টাকা পেতে হলে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে 10+2 তে পাস করতে হবে। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েশনে ৬০ শতাংশ নম্বর নিয়ে Geology, Geophysics ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করা মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের টাকা দেয়া হবে। এছাড়াও যারা তফসিল, জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের আছেন তাদের বার্ষিক আয়ের সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার সময়। বিজ্ঞপ্তি অনুসারে তফসিল ছাত্র-ছাত্রীদের বার্ষিক আয় হতে হবে ৪.৫ লাখ টাকা এবং জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের বার্ষিক আয় হতে হবে ২ লাখ টাকারও কম তাহলে মিলবে এই স্কলারশিপের টাকা।

আবেদনের পদ্ধতি: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ONGC- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করা যাবে এই স্কলারশিপের জন্য। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড, ১২ ক্লাস পাশের সার্টিফিকেট, স্নাতক পাসের মার্কশীট, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) এবং পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট। জানিয়ে রাখি যে, ONGC স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৮ জুলাই ২০২৩। এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী ব্যক্তিরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo