রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পড়ুয়াদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে এবং তাদের আর্থিকভাবে সহায়তা করতে কতো না প্রকল্প চালু করেছেন তিনি। যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম হচ্ছে মেয়েদের জন্য কন্যাশ্রী ছেলেদের জন্য যুবশ্রী এবং বিবাহিত মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার (Laxmi Vander) এছাড়াও রয়েছে আরও বহু প্রকল্প। তবে এবারে শোনা যাচ্ছে যে, পশ্চিমের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা আবেদন করলে পাবে ৩০ হাজার টাকা টাকা। চলুন জেনে নিই সেই প্রকল্পের সমন্ধে বিস্তারিত।
ঐক্যশ্রী (Aikyashree) প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের শিক্ষার্থীরা আবেদন করলে পাবে ৩০ হাজার টাকা। যদি এই ‘ঐক্যশ্রী’ প্রকল্পটি ২০২০ সালের ১ আগষ্ট চালু করা হয়েছিল রাজ্যের শিক্ষার্থীদের জন্য। যেই প্রকল্পে নাম তুললে রাজ্যের সকল শ্রেনীর পড়ুয়ারা পাবে ৩টি ভাগে মোট ৩৩ হাজার টাকা। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন অথবা শিখ ধর্মাবলম্বী সব শ্রেনীর পড়ুয়ারাই ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং আবেদন করলেই ৩টি ভাগে প্রথমে ১,১০০ টাকা এবং পরবর্তীতে ধাপ গুলোতে তাদের বাকি টাকা দেয়া হবে।
ঐক্যশ্রী প্রকল্পে নাম তোলার জন্য অফিসিয়াল ওয়েবসাইট wbmdfcscholarship.org যেতে হবে। তবে আপনি যদি প্রথমবার এতে আবেদন করে থাকেন তাহলে এর জন্য আপনাকে প্রথমে Registration অপশনে ক্লিক করতে হবে। আর যদি আগেই নাম তোলা থাকে তাহলে আবেদনের সময় renewal application অপশনে ক্লিক করে নতুন বছর ২০২৩-২৪ এর জন্য ফের একবার আবেদন করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে, ৩টি ভাগে পড়ুয়াদের দেয়া হবে ৩৩ হাজার টাকা। সেই ভাগ গুলো হলো, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং মেরিট কাম মিনস।