Saturday, July 27, 2024

৩০ জুনের মধ্যে সারতে হবে এই ৩ বড় কাজ, নয়তো পড়তে হবে চরম বিপদে! জেনে নিন

যদি আপনি ভারতীয় নাগরিক (Indian citizen) হয়ে থাকেন,তাহলে এই চলতি জুন মাসেই আপনার তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া উচিত। এই জুন মাস শেষ হওয়ার আগে যদি আপনি এই তিনটি কাজ না করে থাকেন তাহলে আপনাকে যেমন আর্থিক জরিমানা দিতে পারে, ঠিক তেমনই বর্তমানের সাথে সাথে ভবিষ্যতেও আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।।

গুরুত্বপূর্ণ কাজের মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া। যদি আপনি ৩০শে জুনের (June) মধ্যে আপনার আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে প্যান কার্ড (PAN card) লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড বন্ধ করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে একটু আর্থিক জরিমানাও দিতে হতে পারে।। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে যেটা সবচাইতে বড় সমস্যা হবে সেটা হল- প্যান কার্ডের মাধ্যমে যেই সমস্ত সরকারি সুবিধা পাওয়া যায় সেই সমস্ত সরকারি সুবিধা ভবিষ্যতে আর আপনি কখনোই পাবেন না। তাই সময় থাকতে এই কাজটি অবশ্যই করিয়ে নেবেন।।

জুন মাসের মধ্যেই দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে করিয়ে নিতে হবে,সেটি হচ্ছে আপনার আধার কার্ড আপডেট করে নেওয়া। একটি নির্দিষ্ট সময়ের পর আমাদের সবারই আধার কার্ড আপডেট (Aadhar Card update) করে নিতে হয়। এই কাজটি করতে আপনার এক টাকাও খরচ হবে না। কিন্তু যদি আপনি এই কাজটি নিজের অলসতার কারণে না করে থাকেন,তাহলেও আপনাকে বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে। তাউ সময় থাকতে, ১৪ই জুনের মধ্যে এই কাজটিও করে নেবেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Modi

জুন মাসের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে তৃতীয় যে কাজটি রয়েছে, এটি শুধুমাত্র EPFO পেনশন গ্রাহকদের জন্য। যাদের EPFO খাতা রয়েছে তাদের জুন মাসের ২৬ তারিখের মধ্যেই হায়ার পেনশন বেছে নিতে হবে। তাই যদি আপনার EPFO খাতা থেকে থাকে বা আপনি এই EPFO খাতার গ্রাহক হয়ে থাকেন,তাহলে ২৬ শে জুনের আগে আপনার হায়ার পেনশন এর জন্য আবেদন করে দেওয়া উচিত।।

আপনার জন্য
WhatsApp Logo