Saturday, July 27, 2024

একধাক্কায় চাকরি হবে কোটি কোটি মহিলার! রাজ্যের মহিলাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা মমতার

রাজ্য সরকারের সমস্ত সামাজিক প্রকল্পগুলিকে আরও বেশি সংখ্যক মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee) তরফে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের মহিলারা যেমন সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন ঠিক তেমনই তাদের আর্থিক দিক থেকে সহায়তা করার জন্যেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের মহিলাদের যাতে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া যায় এবং সেই সঙ্গে সরকারি এবং বেসরকারি উভয় জায়গাতেই অধিক সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটাই হবে পরবর্তী বড় পদক্ষেপ।

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তিনি রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্পগুলিকে অসংখ্য মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর এজ পরিকল্পনা যাতে সফল হয় সেজন্য তিনি গঠন করেছেন ‘ওমেন্স এমপ্লয়মেন্ট প্লাটফর্ম ( ‘Women’s Employment Platform’)। এর মাধ্যমে যেমন সামাজিক প্রকল্প গুলির সুবিধা সবাই পাবেন, ঠিক তেমনি রাজ্যের লক্ষাধিক মহিলার জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

Sarkari scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে দশটি গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবকে নিয়ে মুখ্যমন্ত্রী এই প্লাটফর্ম গঠন করেছেন। এরমধ্যে রয়েছে- শ্রম দপ্তর,অর্থ দপ্তর,শিল্প দপ্তর,ক্ষুদ্র শিল্প দপ্তর, স্বাস্থ্য দপ্তর,কারিগরি শিক্ষা দপ্তর,অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর পঞ্চায়েত দপ্তর এবং তথ্যপ্রযুক্তি দপ্তর। মুখ্যমন্ত্রী এই যে পদক্ষেপ নিয়েছেন,এটা রাজ্যের মন্ত্রিসভা থেকে ছাড়পত্র দেওয়া হলেই পরবর্তী কাজ শুরু করা হবে। প্রথমে সমস্ত দপ্তরে কর্মরত মহিলাদের তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হবে। এরপর সেই দপ্তরে আরো কত জন মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা বিবেচনা করে দেখা হবে। শুধু যে সরকারি ক্ষেত্রে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তাই নয়। সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিতেও নজর রাখা হবে যাতে সেখানে অধিক সংখ্যক মহিলাদের কর্মসংস্থানে ব্যবস্থা করে দেওয়া যায়।।

আপনার জন্য
WhatsApp Logo