Friday, December 13, 2024

প্রতিমাসে মিলবে ১৫০০ টাকা! রাজ্যের বেকারদের জন্য দারুন প্রকল্প মমতার, এভাবে আবেদন করুন

রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য একটি দারুন প্রকল্প বা স্কিম চালু করলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যেই প্রকল্প বা স্কিমের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীরা প্রতিমাসে ব্যাংকে পাবে নগদ ১,৫০০ টাকা করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যোগ্যতা থাকার সত্তেও মূলত কর্মহীন হয়ে পড়তে এই রাজ্যে বসবাসরত বহু যুবক-যুবতীরা, তাই তাদের আর্থিক ভাবে পাশে দাঁড়াতে প্রতিমাসে ব্যাংক একাউন্টে (Bank account) কিছু টাকা দিয়ে সাহায্য করার লক্ষ্যে মমতার। তাই আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে জেনে নিন কিভাবে আপনি এই টাকা পাবেন।

এভাবে ব্যাংকে মিলবে ১,৫০০ টাকা:

বেকারদের প্রতিমাসে ব্যাংক একাউন্টে ১,৫০০ টাকা করে দেয়া হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে (employment Bank)। এমপ্লয়মেন্ট ব্যাংক চালুর ফলে এর আগেও বহু মানুষ চাকরি সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছে এই ব্যাংকের মাধ্যমে। এবারে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে বেকারদের প্রতিমাসে ১,৫০০ করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেনে নিন আবেদন করবেন কিভাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এভাবে করুন আবেদন:

Exam

প্রতিমাসে ব্যাংকে ১,৫০০ টাকার করে পেতে হলে আপনাকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (employmentbankwb.gov.in) যেতে হবে। এরপর সেখানে থাকা এনরোলমেন্ট জব সিকার (Enrollment Job Seeker) অপশনটি সিলেক্ট করতে হবে, এরপর নতুন একটি অপশন আসবে সেখান থেকে একসেপ্ট এন্ড কন্টিনিউ (Accept and Continue) করে ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মে নিজের সমস্ত যাবতীয় তথ্য ঠিকঠাক ভাবে বাসাতে হবে এবং উক্ত ফর্মে বৈধ একটি মোবাইল নম্বর (Mobile number) এবং ইমেল আইডি (Email I’d) দিয়ে যাচাই করে সাবমিট (Submit) করে দিতে হবে। এভাবেই প্রতিমাসে ১,৫০০ টাকা করে ভাতার জন্য আবেদন প্রক্রিয়া সম্পুর্ন হয়ে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo