রেশন কার্ডের যে কতটা ভূমিকা রয়েছে সেটা করোনা কালেই টের পেয়েছিল মানুষ। গরিব দুঃখী মানুষেরা করোনা অতিমারির কালে রেশনে বিনামূল্যে খাদ্য দ্রব্য পেয়েছিল রেশন কার্ডের মাধ্যমে। যদিওবা পরবর্তীতে করোনা অতিমারি কেটে গেলেও ২০২৩ সাল অবদি সারা দেশ তথা প্রত্যেক রাজ্যের মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন, এমনি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রী এবং রাজ্য সরকার মিলে।
তবে রেশন কার্ড সমন্ধে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে (Ration card Latest news), যেই খবরটি আপনার না জানা থাকলে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। এমনি এক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলুন যেনে নেই বিস্তারিত।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করোনা অতিমারির সময় যখন গরিব দুঃখী মানুষদের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল, তখন এমন মানুষও রেশন নিচ্ছিলেন যাদের কিনা রেশনের কোন প্রয়োজন ছিল না। অর্থাৎ আর্থিক দিক থেকে সচ্ছল ব্যক্তিরা বিনামূল্যে রেশন তুলেছিলেন করোনা অতিমারির সময়। রেশন সামগ্রীতে ভাগ বসিয়েছিলেন গরিবদের। আর এমন ব্যক্তিদের উপরেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার একটি লিস্ট জারি করেছে, যেই লিস্ট অনুযায়ী আগামী দিন গুলো থেকে কিছু ব্যক্তিরা আর রেশন সামগ্রী তুলতে পারবেন না বিনামূল্যে। যদি তুলেন এমন পরিস্থিতিতে বাতিল করা হতে পারে তাদের রেশন কার্ড। দেখে নিন সেই লিস্ট।
এই ব্যক্তিরা আর বিনামূল্যে রেশন পাবেন না:
যদি রেশন কার্ডধারীর ১০০ বর্গমিটারের একটি প্লট/ফ্ল্যাট, বাড়ি কিংবা চার চাকার গাড়ি/ট্রাক্টর, অস্ত্রের লাইসেন্স, গ্রামে দুই লাখের বেশি জমি, শহরে বাড়ি, মাসে ৩ লাখ লাখের বেশি পারিবারিক আয় থাকে, তবে এই ধরনের ব্যক্তিরা আর বিনামূল্যে রেশন পাবেন না। যদি তাঁরা রেশন তুলেন এমন পরিস্থিতিতে তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে।