পশ্চিমবঙ্গে বসবাসরত সকল পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চালু করেছেন একটি নতুন প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল পড়ুয়া এবং চাকরিপ্রার্থীরা পেতে চলেছেন নগদ ১০,০০০ টাকা। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে রাজ্য সরকারের চালু করা এই নতুন প্রকল্পে আবেদন করেই মিলবে টাকার সুবিধা। তাই জেনে নিন কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে এবং আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে।
রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হচ্ছে, নবান্ন স্কলারশিপ, আবার এই প্রকল্পকে উত্তরকন্যা স্কলারশিপও (Uttar Kanya Scholarship 2023) বলা হচ্ছে। তবে যাই হোক, আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করলেই ব্যাংক একাউন্টে পাবেন নগদ ১০,০০০ টাকা। তাই জেনে নিন উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র।
উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া: এই প্রকল্পের আবেদন করতে হবে মূলত অফলাইনে (offline)। এরজন্য এই প্রকল্পের অফিসিয়াল ফর্মটি ডাউনলোড করতে নিতে হবে আপনাকে। এরপর সেটি সঠিক তথ্য দিয়ে পুরণ করে যাবতীয় সব ডকুমেন্ট গুলির জেরক্স কপি সেল্ফ অ্যাটেস্টেড করে একটি খামে ভরে তা পাঠিয়ে দিতে হবে নিচে দেওয়া এই ঠিকানায়।
উত্তরবঙ্গের ঠিকানা: The Hon’ble Chief Minister,
Government of West Bengal,
Uttarkanya,
P.O. Satellite Township, Fulbari
Jalpaiguri – 734015
দক্ষিণবঙ্গের ঠিকানা: The Hon’ble Chief Minister,
Government of West Bengal,
Nabanna,
325, Sarat Chatterjee Road,
Howrah-711102।
উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের যোগ্যতা: এই প্রকল্পের সুবিধা নিতে হলে অবশ্যই আপনাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর অবশ্যই মাধ্যমিক পাশ কিংবা উচ্চমাধ্যমিক অথবা স্নাতক পাস তার থাকা চাই। উত্তরকন্যা স্কলারশিপে টাকা পেতে হলে আপনি এখনো পড়াশুনা করেছেন তাঁর একটি প্রমাণপত্র দিতে হবে, এছাড়াও মাধ্যমিকে আপনার ৫০ থেকে ৬০ নম্বর থাকতে হবে উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার জন্য। এর সঙ্গে আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ ২০ হাজারের নিচে।
উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনকারীর থাকা লাগবে একটি বৈধ মোবাইল নম্বর, থাকতে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কিংবা যে কোন স্তরের মার্কশিট এবং সার্টিফিকেট, থাকতে হবে ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স লাগবে আবেদন করতে হলে, লাগবে নতুন ক্লাস তথা কোর্সে ভর্তির প্রমাণপত্র এছাড়াও Self Declaration যেখানে আবেদনকারী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সিগনেচার থাকবে এছাড়াও লাগবে যে কোন সরকারি উচ্চপদস্থ ব্যক্তির সুপারিশ।