Friday, February 7, 2025

অবশেষে এতো গুলো টাকা কমলো গ্যাসের দাম! আপনার এলাকায় কমে কতো হলো দেখি নিন প্রাইস লিস্ট

গ্যাস সিলেন্ডার (LPG gas cylinder) ব্যবহারকারীদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে। সরকার ইতিমধ্যেই সমস্ত ধরনের গ্যাস সিলিন্ডারের ওপর অনেক টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যদি আপনি নিয়মিত গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাহলে দেখে নিন কোন সিলিন্ডারের উপর কত টাকা দাম কমানো হয়েছে।

১) প্রথমে আসা যাক ঘরোয়া গ্যাসের উপর। সরকার গত মাসে ঘরোয়া গ্যাসের উপর সিলিন্ডার প্রতি 50 টাকা বাড়িয়েছিল। গত মার্চ মাসে 19 কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ছিল 350 টাকা। এবার সেই গ্যাস সিলিন্ডারের ওপর 92 টাকা কমানো হয়েছে।

২) হোটেল,রেস্তোরাউ ব্যবহার হওয়া বাণিজ্যিক সিলিন্ডারেরও অনেকটাই দাম কমানো হয়েছে। এখন হোটেল রেস্তোরাঁর বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়ে করা হয়েছে 2132 টাকা। কলকাতা ছাড়া অন্যান্য জায়গায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছু জায়গায় বেশি এবং কিছু জায়গায় কম করা হয়েছে।

৩) 14.2 কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দাম কিন্তু এই মাসে অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এই মাসে শুধুমাত্র 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ওপরে দাম কমানো হয়েছে। ঘরোয়া গ্যাসের ক্ষেত্রে কোনো দাম কমেনি। গত মাসে কলকাতায় ঘরোয়া গ্যাসের দাম দাম ছিল 1129 টাকা। এই মাসেও কলকাতায় সেই একই মূল্যে ঘরোয়া গ্যাস পাওয়া যাবে।

আপনার জন্য
WhatsApp Logo