Saturday, July 27, 2024

এবার ঘরে বসেই WhatsApp এর মাধ্যমে বুক করুন গ্যাস সিলিন্ডার, মাত্র একটি মেসেজে পাঠিয়ে হয়ে যাবে কাজ

আজকাল সব কাজকর্মই ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন মানুষের হাতে একটা স্মার্টফোন থাকলেই ইন্টারনেটের (internet) মাধ্যমে সে কিনা করতে পারে, দোকানে না গিয়ে বাড়িতে বসে শপিং করতে পারে, খাবার অর্ডার করতে পারে ঘরে বসেই, এমনকি অনলাইনে বিলও পরিশোধ করতে পারে। তবে আপনার কি মনে আছে? এমন একটা সময় ছিল যখন ডিজিটাল ইন্ডিয়ার (digital India) তেমন যুগ ছিল না, তখন মানুষ রান্নার গ্যাস বুক করার জন্য প্রথমে গ্যাস ডিলার সেন্টারে যেতো হতো এরপর গ্যাস বুক করতে হতো। এরপর বাড়িতে গ্যাস সিলিন্ডার ভেলিভারি দিয়ে যেতো।

সেই দিন বদলেছে, বদলেছে সময়, এখন আপনাকে আর গ্যাস সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হয়না। একটি ফোন কলের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার ১ থেকে ২ দিনের মাথায় বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে যায়। তবে এবারে আর আপনাকে ফোন কলের মাধ্যমেও রান্নার গ্যাস বুক করতে হবে না, সময় বাঁচাতে আপনি এবার WhatsApp মাধ্যমেও রান্নার গ্যাস বুক করতে পারবেন। দেশের গ্যাস সংস্থাগুলো WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার পরিষেবা আগেই চালু করেছিল, কিন্তু সাধারণ মানুষের এতো দিন তা জানা ছিল না।

এভাবে WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করুন: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Book gas cylinder using whatapps

WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য আপনাকে প্রথমে 1800224344 এই নম্বরে একটি Hi মেসেজ লিখে পাঠাতে হবে। এরপর আপনাকে আপনার ভাষা (language) বেছে নিতে হবে। আপনি যে ভাষা জানেন তা নির্বাচন করুন। এরপর আপনার সামনে আরও একটি মেসেজ আসবে, সেখানে আপনার গ্যাসের বইয়ের যাবতীয় তথ্য দিয়ে আপনি খুবই সহজেই WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুক করতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে, এই কাজটি শুধু আপনাকে একবার করতে হবে, এরপর আপনার সব তথ্য অটো সেভ (Auto save) হয়ে যাবে। এরপর আপনি ১ ক্লিকেই WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন প্রতিবার।

আপনার জন্য
WhatsApp Logo