Friday, September 13, 2024

এই ফাঁদে পড়ে ব্যাংক একাউন্ট ফাঁকা হচ্ছে অনেকের! এই নম্বর থেকে মিসড কল এলেই হন সতর্ক

টাকা সুরক্ষিত রাখার জন্য মানুষ বাড়িতে টাকা না রেখে ব্যাংককে টাকা রাখেন। কিন্তু বর্তমানে টাকা রাখার জন্য ব্যাংকও সুরক্ষিত নয়, সম্প্রতি মুম্বই, দিল্লি এমনকি কলকাতার মতো বড় বড় শহরের লক্ষ লক্ষ মানুষ ব্যাংক জালিয়াতির শিকার হয়েছেন। হ্যাকাররা একটি বিশেষ কায়দায় তাদের একাউন্ট থেকে অর্থ লুটে নিয়েছে। হ্যাকাররা আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে SIM Swap Fraud এর মাধ্যমে ব্যাংক একাউন্ট ফাঁকা করছে বহু মানুষের। SIM Swap Fraud করার আগে তারা মানুষদের ফোনে একটি মিসড কল দিয়ে থাকে, আর এই মিসড কলের মাধ্যমেই SIM Swap Fraud করে লুট হচ্ছে বহু মানুষের কষ্ট করে উপার্জন করা অর্থ।

কি এই SIM Swap Fraud?

আসলে হ্যাকারদের একটি টিম রয়েছে যার কিনা নিজেদের আত্মগোপন রেখে ফোন কল করে থাকে বিভিন্ন মানুষের মোবাইলে। মূলত যারা ইন্টারনেটে ব্যাংকিং (internet banking) ব্যাবহার করে থাকে অর্থাৎ ফোন পে, গুগল পে, ইউপিআই, পেটিএম ব্যাবহার করে টাকা লেনদেন করে থাকেন এমন মানুষেরাই মূলত টার্গেট হয়ে থাকে হ্যাকারদের কাছে। তারা ব্যাংকের প্রতিনিধি সেজে গ্ৰাহকদের কাছে ফোনে SMS কিংবা whatapps এর মাধ্যমে একটি লিঙ্ক পাঠায়, এরপর সেই লিঙ্কে ক্লিক করলে একটি ফোন কল আসে গ্ৰাহকদের কাছে, এরপর সেই ফোন নম্বরে কিছুক্ষণ কথা বলেই গ্ৰাহকের সিমের যাবতীয় সব তথ্য চলে যায় হ্যাকারদের কাছে, আর এই তথ্য ব্যাবহার করে হ্যাকাররা SIM Swap করে ফেলে বন্ধ করে দেয় আপনার সিমকার্ডটি এবং তারা ঐ সিমকার্ডটি তুলে নেয় নিজেদের কাছে। আর এভাবেই ফাঁকা হচ্ছে বহু মানুষের ব্যাংক একাউন্ট। গ্ৰাহক ততক্ষণে বুজতে পারেন তার সাথে ফ্রড (fraud) হয়েছে ততক্ষণে দেরি হয়ে যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

SIM Swap ফ্রড থেকে বাঁচবেন কিভাবে?

Punjab National Bank

SIM Swap ফ্রড থেকে বাঁচার জন্য ইন্টারনেটে ব্যাংকিং খুব সাবধানে ব্যাবহার করতে হবে। Google Play Store ছাড়া আর অন্য কোথাও থেকে Apps ডাউনলোড করবেন না। কোন অজানা লিঙ্কে ক্লিক করবেন না। নিজের ব্যক্তিগত নম্বর যেটাতে ইন্টারনেটে ব্যাংকিং রয়েছে এমন নম্বর কাউকে দেবেন না। WhatsApp কেউ অজানা ব্যক্তি মেসেজ দিলে তাকে তৎক্ষণাৎ ব্লক করুন। ইন্টারনেটে ব্যাংকিং Apps গুলোতে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন এছাড়াও ব্যাংকের কর্মী সেজে কেউ কল দিলে তা পুলিশকে জানান।

আপনার জন্য
WhatsApp Logo