Thursday, October 10, 2024

একজন ব্যক্তি কতগুলো ব্যাংক একাউন্ট খুলতে পারেন নিজের নামে? এর বেশি একাউন্ট থাকলেই কিন্তু চরম শাস্তি

আজকের দিনে আর্থিক লেনদেন করার জন্য প্রত্যেকেরই একটি ব্যাংক একাউন্ট (Bank account) থাকাটা গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, টাকা সুরক্ষিত রাখা এবং জমানো টাকার উপরে দুর্দান্ত সুদের জন্য আজকাল প্রত্যেকেই ব্যাংক একাউন্ট খুলে থাকেন। তবে কেউ কেউ একটু বেশি সুবিধা পাওয়ার জন্য নিজের নামে একাধিক ব্যাংক একাউন্ট খুলে থাকেন একই ব্যাংকে কিংবা ভিন্ন ভিন্ন ব্যাংকে। কিন্তু আপনি কি জানেন? একজন সাধারণ মানুষ সর্বোচ্চ কতগুলো ব্যাংক একাউন্ট খুলতে পারেন নিজের নামে? ব্যাংক একাউন্ট খোলা নিয়ে RBI– এর কি নিয়ম রয়েছে চলুন যেনে নেই।

আসলে ব্যাংকিং সেক্টরে (banking sector) অনেক ধরনের ব্যাংক একাউন্ট রয়েছে। যেমন, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট একাউন্ট, স্যালারি একাউন্ট সহ আরো ভিন্ন ভিন্ন একাউন্ট রয়েছে, তবে মানুষ সেভিংস অ্যাকাউন্টই (savings bank account) বেশি খুলে থাকে। কারণ এই একাউন্টে মানুষের সঞ্চয়ের টাকা জমা থাকে এবং সেই সঙ্গে এই একাউন্টে সুদও পাওয়া যায়। অন্যদিকে কারেন্ট একাউন্ট খোলা হয় সাধারণত ব্যাবসার জন্য, আবার স্যারারি একাউন্ট খোলা হয় মূলত যাদের বেতন আসে প্রতিমাসে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি সাধারণ কয়টি ব্যাংক একাউন্ট খুলতে পারেন নিজের নামে? আসুন জেনে নেই।

All the banks of the country are going private except 6 banks

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RBI- এর নিয়ম অনুযায়ী, ভারতের একজন ব্যক্তির কতগুলো ব্যাংক একাউন্ট থাকতে পারে এর কোন নির্দিষ্ট সীমা নেই। মানুষ নিজের সুবিধার্থে একের বেশি একাউন্ট খুলতেই পারেন নিজের নামে। তবে বিশেষজ্ঞদের মত অনুযায়ী, নিজের নামে একাধিক ব্যাংক একাউন্ট খোলা উচিত নয় কারণ এতে একাউন্ট মেনটেনেন্স চার্জ (account maintenance charge) দিতে হবে আপনাকে।

আপনার জন্য
WhatsApp Logo