Friday, July 26, 2024

প্যান কার্ডের এই ১০টি নম্বরে রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য! কাউকে দেওয়ার আগে হন খুব সাবধান

আজকাল যেমন প্রতিটা মানুষের কাছে আধার কার্ড (AadharCard) রয়েছে তেমনি প্যান কার্ডও (PAN card) রয়েছে প্রতিটা ব্যক্তির কাছে। অন্যদিকে আপনার কাছে যদি কোন প্যান কার্ড না থাকে তাহলে আধার কার্ড না থাকার মতোই যে কোন সরকারি প্রকল্পের থেকে বাদ পড়তে পারে আপনার নাম। এমনকি আপনার কাছে যদি একটি প্যান কার্ড না থাকে তাহলে আপনি টেক্স (tax) দিতে পারবেন না এমনকি ITR ফাইলও করতে পারবেন না আপনি। অতএব প্যান কার্ড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই দেশে বসবাসকারী প্রতিটা ব্যক্তির জন্যই।

তবে আপনি কি জানেন? আপনার যে প্যান কার্ড রয়েছে তাতে ১০ সংখ্যার একটি নম্বর লেখা আছে? যেটাকে কিনা বলা হয় PAN Number। আর এই PAN নম্বরের মধ্যেই কিন্তু রয়েছে আপনার ব্যক্তিগত সব যাবতীয় তথ্য। আপনি কি তা জানেন? আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজে নিজেদের প্যান কার্ড অথবা প্যান কার্ডের জেরক্স (Xerox) দিয়ে থাকি, কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ হতে পারে আপনার জন্য, কারণ আপনার প্যান নম্বরের মধ্যেই রয়েছে আপনার সব যাবতীয় তথ্য। এগুলো যদি কোন অসাধু লোকের হাতে পড়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হতে পারে আপনার। আপনি তা জানেন না। তাই জেনে নিন প্যান কার্ড থাকা ১০ টি নম্বরের বিশেষ অর্থ।

Pan card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্যান কার্ডের কোর্ড প্রথমে 5 ইংরেজি অ্যালফাবেট, পরে 4 ইংরেজি সংখ্যা এবং সবশেষে পূনরায় একটি ইংরেজি আলফাবেট (Alphabet) দেওয়া থাকে। প্যান কার্ডে প্রবেশ করা চতুর্থ বর্ণমালাটি দ্বারাই এটা বোঝানো হয় যে আপনি কোন ধরনের বা কোন শ্রেণির মানুষ।

যেমন ধরুন

যদি PAN কার্ডে G লেখা থাকে, তাহলে বুঝতে হবে সে সরকারের লোক।

যদি PAN কার্ডে H লেখা থাকে, তাহলে বুঝতে হবে সে হিন্দু লোক।

যদি PAN কার্ডে ফ লেখা থাকে, তাহলে বুঝতে হবে সেটা একটা ফার্মের কার্ড।

• একইভাবে যদি PAN কার্ডে L, J লেখা থাকে, তাহলে বুঝতে হবে সে লোকাল, আর্টিফিসিয়াল জুডিশিয়াল ব্যক্তি।

সবশেষে যদি B থাকে, তাহলে তার মানে দাঁড়ায় সে একজন সাধারণ ব্যক্তি/ মানুষ।

আপনার জন্য
WhatsApp Logo