ভিসা ছাড়াই ঘুরে আসুন এই ৫ স্বর্গময়ী দেশ থেকে, খরচ পকেট মানির থেকেও কম! রইলো দেশের তালিকা

যারা ভ্রমন পিপাসু আছেন একমাত্র তারাই জানেন যে আর পাঁচটি নেশার মতো ঘোরাটাও একটি নেশা। এজন্য অনেকে আছেন সপ্তাহে একটা দিন হলেও প্রিয় মানুষটি অথবা পরিবারের লোকজনের সাথে বাইরে ঘুরতে যান। আর এসব ভ্রমন পিপাসুদের জন্যই আমাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাত চলেছি ঘোরার জন্য সবচেয়ে ৫ স্বর্গময়ী জায়গা, যেটা কিনা বিদেশে। তবে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এসব দেশে ঘুরতে যাওয়ার জন্য আপনার না পাসপোর্টের (Passport) প্রয়োজন আছে আর না ভিসার (VISA), আপনি বিনা ভিসায় ছাড়াই এমনকি খুব কম টাকায় এসব দেশে ঘুরতে যেতে পারবেন।

যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য একটি বড় সমস্যা হচ্ছে বাজেট। বাজেটের সমস্যা থাকার কারণে অনেকে অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন না। বিশেষ করে বিদেশে। তাই দেখে নিন এমন ৫ টি দেশ যেখানে কোন বাজেটের সমস্যা নেই, খুব অল্প টাকায় পাসপোর্ট-ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন আপনি এসব দেশ থেকে। চলুন দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই হলো সেই ৫ দেশ:

১) ভুটান: বিনা ভিসা ছাড়াই ভারতীয়দের নিজের দেশে ঘোরার সুযোগ দেয় ভুটান। দেশটি খুবই সুন্দর দেখতে। পাশাপাশি এদেশে ঘোরার খরচ খুবই কম, আপনি অনুমানিক সর্বনিম্ন ৩০-৪০ হাজার টাকা খরচ করে ভুটান ঘুরে আসতে পারবেন।

২) নেপাল: নেপাল ভুটানের মতোই আমাদের প্রতিবেশী দেশ। এই দেশটিও ভারতীয় নাগরিকদের বিনা পাসপোর্ট এবং ভিসাতে প্রবেশ করতে দেয় নিজেদের দেশে। এই দেশে প্রতিদিনের হিসেবে ঘোরার খরচ হচ্ছে ১৫ ডলার (dollar) অর্থাৎ সর্বনিম্ন ১০০০ টাকা।

VISA

৩) মালদ্বীপ: এই দেশে ঘুরতে যেতে হলে অবশ্য আপনার ভিসার প্রয়োজন হবে। তবে এই দেশের ভিসা পাওয়া খুবই সহজ একটি কাজ। কারণ মালদ্বীপ ভারতীয়দের ভিসা অন অ্যারাইভালের (Visa on arrival) এর সুযোগ দেয়। অর্থাৎ আপনি সে দেশে গিয়েই ভিসা বানাতে পারবেন। মালদ্বীপের ভিসা পেতে হলে আপনাকে খরচ করতে হবে ৩,৭৮৮ টাকা।

৪) শ্রীলঙ্কা: এই দেশটিও ভিসা অন অ্যারাইভালের সুবিধা দেয় ভারতীয়দের। শ্রীলঙ্কার ভিসা পেতে হলে আপনাকে খরচ করত হবে ১৮৩৪ টাকা মাত্র। যার মেয়াদ হবে ৩০ দিন।

৫) কোকো আইল্যান্ড: অনেক সিনেমাতে হয়তো এই দেশটির নাম শুনেছেন। তবে একে দেশ বললে ভুল হবে কারণ নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি একটি দ্বীপ। এই দেশটিতেও আপনি বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন। এই দেশে ঘোরার খরচ হচ্ছে ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা।

Disclaimer: আমাদের দেয়া তথ্য ১০০ শতাংশ সঠিক নাও হতে পারে। তাই এসব দেশে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই ঘোরার খরচ গুগল করে দেখে নেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment