Saturday, July 27, 2024

বিনামূল্যে জমির পাশাপাশি এবার বাড়িও দেবে রাজ্য সরকার! আবেদন করলেই ঢুকবে টাকা, রইলো পদ্ধতি

শুনতে অবিশ্বাস্য বলে মনে হলেও এটাই সত্যি। এবার থেকে রাজ্য সরকার থেকেই দেওয়া হবে জমি! তাও আবার বিনামুল্যে। শুধুমাত্র জমি নয়, জমির সঙ্গে বিনামুল্যে বাড়িও তৈরি করে দেওয়া হবে আপনাকে। সরকারের এই বিশেষ প্রকল্প সম্পর্কে না জেনে থাকলে বিস্তারিত জেনে আজকের এই প্রতিবেদন থেকে।।

যাদের একটা সুন্দর বাড়ি নেই,তাদের প্রত্যেকেরই আশা থাকে যেন তাদেরও নিজস্ব একটা বাড়ি হয়। শাহরুখ খান (Shahrukh Khan) একটা কথা বলেছিলেন যে, পাখির বাসা হোক বা বাংলো, নিজের বাড়ি তো নিজেরই হয়। কিন্তু বতর্মানে যাদের আর্থিক অবস্থা ততটা স্বচ্ছল নয়, তাদের নিজস্ব বাড়ি করা যে কতটা কষ্টের সেটা তারাই ভালো বোঝেন। ব্যাঙ্ক থেকে লোন যে বাড়ি করবেন, সেখানেও আপনাকে হাজারো নিয়মের ঝামেলায় পড়তে হবে। তাই অনেকেই এমন আছেন যারা ব্যাঙ্কের সেই সমস্ত নিয়মে জড়িয়ে পড়তে ভয় পান। ফলে ব্যাঙ্কের টাকাতেও তাদের বাড়ি করা হয়ে ওঠে না। ফলে নিজের বাড়ি করার স্বপ্নটা শুধুমাত্র স্বপ্নই থেকে যায়।। কিন্তু আগে এই নিয়ম থাকলেও এবার সরকার থেকে এক নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে অনেকেই নিজস্ব বাড়ি করার স্বপ্ন পূরণ করতে পারবেন, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই।।

রাজ্য সরকারের তরফে এবার এক নতুন প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসংখ্য মানুষ নিজস্ব বাড়ি করার স্বপ্ন পূরণ করতে পারবেন। যারা এতোদিন ধরে টাকার অভাবে নিজের বাড়ি করতে পারছিলেন না, তাদের সরকার সম্পূর্ণ ভাবে সহায়তা করবে। এককথায় বলতে গেলে সরকার থেকেই আপনার বাড়ি তৈরি করে দেওয়া হবে।। এক্ষেত্রে নাতো আপনাকে জমি কেনার টাকার জন্য ভাবতে হবে, আর নাতো আপনার র্কমসংস্থানের জন্য ভাবতে হবে। সরকার থেকে আপনাকে বাড়ি এবং কাজের জায়গা উভয়ই করে দেওয়া হবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাজারে এমন বহু জিনিস আছে, যেখানে একটা কিনলে আরেকটা ফ্রীতে পাওয়া যায়। এবার রাজ্য সরকার সেরকমই কিছু করতে চলেছে। এবার সরকার থেকে অসংখ্য দরিদ্র পরিবারকে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস একেবারে বিনামূল্যে দেওয়া হবে।। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের নাম নিজ গৃহ নিজ ভূমি (nijo bhumi nijo griho scheme)। এই প্রকল্পের মাধ্যমে সরকার থেকে যাকে জমি দেওয়া হবে, তাকে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িও তৈরি করে দেওয়া হবে। বাড়ি তৈরি ছাড়াও যাতে আপনি কাজ করে খেতে পারেন, তার জন্য আপনার জমিতেই আপনার কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে।।

Mamata

২০১১ সালে রাজ্য সরকারের তরফে নিজ গৃহ, নিজ ভূমি প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পে একটি পরিবারকে ৫ ডেসিমেল করে জমি দেওয়া হবে। এই জমি দেওয়া হবে সম্পূর্ণ বিনামুল্যে। এখানে যে একটা পরিবারকে শুধুমাত্র জমি দেওয়া হবে তা নয়, জমির ওপর বিনামুল্যে বাড়ি এবং সেইসঙ্গে কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে।। শুনতে অবিশ্বাস্য বলে মনে হলেও এটাই সত্যি। তবে রাজ্যের সকল শ্রেণির মানুষ সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারবেনা। যারা মাছ চাষ, কৃষিকাজ, হস্তশিল্প, কুটির শিল্প পশুপালন- এই ধরনের পেশার সঙ্গে যুক্ত আছেন, তারাই সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাকে নিজের বিএলআরও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo