Wednesday, November 13, 2024

শুধু বড়লোক নয়, এবার সাধারণ মানুষও এই কাজ করে মাসে ইনকাম করতে পারবে ৮০ হাজার টাকা! বড় সু্যোগ দিল SBI

দেশের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে SBI, বড় ব্যাংক হাওয়ার দরুন প্রায়শই SBI তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসে বড়বড় সব স্কিম। যেই স্কিমের সুবিধা পেয়ে উপকৃত হন SBI- এর কোটি কোটি গ্রাহক। ঠিক এবারেও SBI তাদের গ্রাহকদের জন্য একটি দারুন সু্যোগ নিয়ে হাজির হলো। যাতে করে এবারে শুধু বড়লোকরা নয় সাধারণ মানুষও SBI এর সাথে কাজ করে মাসে ইনকাম করতে পারবে ৮০ হাজার টাকা। তাই আপনি যদি SBI- এর এই বিশেষ সুবিধার লাভ উঠতে চান তাহলে শেষ পর্যন্ত পড়তে হবে আপনাকে এই প্রতিবেদনটি।

জানা গেছে, এবার আপনি আপনার এলাকাতে SBI- এর এটিএম বুথ স্থাপন করে মাসে ৮০ টাকা রোজকার করতে পারবেন। এর জন্য তেমন কিছুই নয় শুধুমাত্র SBI থেকে আপনাকে এটিএম ফ্র্যাঞ্চাইজির (ATM franchise) জন্য একটি লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নিয়ে আপনি আপনার গ্ৰাম কিংবা শহরে SBI- এর এটিএম বুথ স্থাপন করে মাসে বেশ ভালো টাকা উপার্জন করতে পারবেন। শুধু তাই নয়, অনুমানিক এখান থেকে আপনার আয় হবে মাস গেলে ৮০ হাজার টাকা। এবং বছরে আপনি SBI- এর এটিএম ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ইনকাম করতে পারবেন ৯.৬০ লাখ টাকা। তাহলে আর দেরী কিসের জেনে নিন SBI- এর এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে হলে কি কি করতে হবে আপনাকে।

SBI ATM franchise business

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI- এর এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে হলে আপনাকে SBI- এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং সেখানে আপনি এটিএম বুথ স্থাপনকারী সংস্থার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে শুধু যোগাযোগ করলেই হবে না। SBI- এর এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে হলে কিছু শর্ত রয়েছে তাদের। যেমন, আবেদনকারীর ১০০ বর্গফুট খালি জায়গা থাকতে হবে। আপনি যেই জায়গায় এটিএম বুথ স্থাপন করতে চাইছেন সেই জায়গায় থেকে যেন অন্যান্য ব্যাংকের এটিএম বুথের দুরত্ব হয় ১০০ মিটার। SBI- এর এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে হলে আপনার এলাকায় বিদ্যুত সংযোগ ভালো থাকতে হবে যেনো ২৪ ঘন্টাই বিদ্যুৎ থাকে সেই এলাকায়। এছাড়াও আপনি যেই জায়গায় এটিএম বুথ স্থাপন করতে চাইছেন সেই এটিএম বুথ থেকে জেনো দিনে অন্ততপক্ষে ৩০০ এরও বেশি লেনদেন হয়। এছাড়াও SBI-এর এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে হলে আপনাকে আপনার জমির দলিল দেখানোর লাগবে সেই সাথে নথিপত্র হিসেবে ভোটার আইডি কার্ড থাকা লাগবে আপনার।

আপনার জন্য
WhatsApp Logo