Friday, September 13, 2024

মাত্র ৫৮ টাকা জমা করলে পাওয়া যায় ৭ লাখ টাকা! LIC-র এই স্কিমের ব্যাপারে জানেন না অনেকেই

টাকা দিয়ে টাকা বাড়াতে চাইলে সেই টাকা ঘরের সিন্দুকে জমা নয় বরং বিনিয়োগ করে দিতে হয়। তাহলে একটি নির্দিষ্ট সময়ের পর মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। তবে টাকা বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যতক্ষণ পর্যন্ত না আপনি জানেন যে আপনি কোথায় টাকা বিনিয়োগ করছেন। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে LIC- এর একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে বলবো। আপনি হয়তো জানেন যে, LIC হচ্ছে ভারত সরকারের একটি বিশ্বস্ত এবং বিখ্যাত লাইফ ইন্সুরেন্স সংস্থা, তাই এখানে টাকা বিনিয়োগ করা মানে ১০০ শতাংশ সুরক্ষিত।

আমরা আপনাদেরকে LIC-র যেই স্কিমের ব্যাপারে বলতে চলেছি সেই স্কিমের নাম হচ্ছে আধার শিলা পলিসি। এই স্কিমে আপনাকে মাত্র ৫৮ টাকা করে জমা করতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের পর আপনি পাবেন পুরো ৭ লক্ষ টাকা। তবে LIC-র এই স্কিমে কোন পুরুষ টাকা বিনিয়োগ করতে পারবেন না। শুধুমাত্র মহিলাদের জন্যই LIC চালু করেছে আধার শিলা পলিসি স্কিমটি। যে সমস্ত মহিলারা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইছেন কেবল তারাই এই স্কিমের সুবিধা নিতে পারবেন। এবং তাদের বয়স হতে হবে ৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

LIC zone

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের ১০ থেকে ২০ বছরের জন্য প্রতিদিন ৫৮ টাকা করে জমা করতে হবে আধার শিলা পলিসি স্কিমে, অর্থাৎ আপনার যদি কোন কন্যা সন্তান থেকে থাকে তাহলে মেয়ের ভবিষ্যত উজ্জ্বল করতে এই স্কিমে আপনি টাকা বিনিয়োগ করতে পারবেন। এবং ১০ বছর পর আপনি পাবেন ৭ লক্ষ টাকা। অন্যদিকে যদি ৩০ বছর বয়সী কোন মহিলা রোজ ৫৮ টাকা করে LIC-র এই স্কিমে টাকা বিনিয়োগ করে তাহলে তার বার্ষিক বিনিয়োগ হবে ২১ হাজার ৯১৮ টাকা। এবং ২০ বছরে তিনি মোট বিনিয়োগ করবেন ৪ লাখ ২৯ হাজার ৩৯২ টাকা। তাহলে মেয়াদ পূর্তির পর আপনি পাবেন ৭ লাখ ৯৪ হাজার টাকা।

আপনার জন্য
WhatsApp Logo