Saturday, December 2, 2023

আগাম সতর্ক ছাড়াই বহু মানুষের ব্যাংক একাউন্ট বন্ধ করছে RBI, সময় থাকতে এখুনি ব্যাংকে জমা দিন এই কাগজ

আজকাল প্রতিটা মানুষেরই ব্যাংক একাউন্ট (Bank Account) রয়েছে। কারো কারো তো বিভিন্ন ব্যাংকে একের বেশি ব্যাংক একাউন্ট রয়েছে। আবার কারো একটি ব্যাংক একাউন্ট থাকলেও সেই একাউন্ট পড়ে রয়েছে বছরের পর বছর, নাতো সেই একাউন্ট থেকে কোন প্রকার কোন লেনদেন করা হচ্ছে আর নাতো একাউন্ট আপডেট (update) করা হচ্ছে, আর এসব ব্যাংক একাউন্ট গুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এসব ইনঅ্যাকটিভ (inactive) ব্যাংক একাউন্ট গুলোকে বা যাদের kyc করা নেই এমন একাউন্ট গুলোকে খুব শিঘ্রই বন্ধ করে দিতে চলছে RBI, RBI- এর তরফ থেকে সমস্ত ব্যাংক গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে এই বিশেষে। যদিও এই বিষয়ে দেশের সবচেয়ে বড় ব্যাংক SBI তাদের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে, যেখানে SBI জানায় যে, যে সমস্ত গ্রাহকদের KYC কমপ্লিট নেই তাদের ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দেয়া হলো। অপরদিকে টুইটার পোস্টের পরিপ্রেক্ষিতে SBI- কে অভিযোগ জানিয়ে অনেকে লেখেন যে, বিনা নোটিশেই তাদের ব্যাংক একাউন্ট ফ্রিজ দেয়া হয়েছে। যদি SBI- এর তরফ থেকে গ্রাহকদের এই সমস্ত অভিযোগের উত্তরে তাঁরা জানায় যে বিভিন্ন চ্যানেলের মারফত KYC আপডেট করার জন্য গ্রাহকদের আগেই জানানো হয়েছিল।

SBI bank

তাই ব্যাংক একাউন্ট ফ্রিজ বা বন্ধ করে দেয়ার হাত থেকে বাঁচতে চাইলে এখুনি ব্যাংক গিয়ে আপডেট করে ফেলুন kyc। ইতিমধ্যেই যাদের ব্যাংক একাউন্ট kyc আপডেট না করার কারণে বন্ধ হয়ে গিয়েছে তাঁরাও ব্যাংকে গিয়ে kyc আপডেট করলে তাদের একাউন্ট পুনরায় আবারও চালু হয়ে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo