ভারতীয় পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে, যেখানে আপনি ৫০ টাকা করে জমা করলেও, একটা সময় পর সেখান থেকে আপনি প্রায় ৫,০০,০০০ টাকা পেয়ে যাবেন। পোস্ট অফিসের কোন স্ক্রিমে এত কম বিনিয়োগে এতো বেশি পরিমাণ রিটার্ন পাওয়া যায়? কত সময়ের জন্য বিনিয়োগ করতে হয়? সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিনিয়োগ পাওয়া যাবে এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে? এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।।
বতর্মানে এমন মানুষের সংখ্যাই বেশি যাদের বতর্মানে আয় থাকলেও ভবিষ্যতে কী হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। যদি আপনারাও এইরকম অবস্থা হয়ে থাকে,তাহলে আপনার উচিৎ এখন থেকেই ভালো কোনো জায়গায় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা। পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করার জন্য বিভিন্ন স্কিম রয়েছে পোস্ট অফিসে সে সমস্ত স্ক্রিনের মধ্যে একটি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। এই স্কিমে আপনি ৫০ টাকা করে জমা করলেও, একটা সময় পর সেখান থেকে আপনি প্রায় ৫,০০,০০০ টাকা পাবেন।।
PPF- এ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী টাকা বিনিয়োগ করতে পারেন। এর একটা বড় সুবিধা হচ্ছে এই যে-এখানে আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পেয়ে যাবেন। এখানে কম টাকা বিনিয়োগ করে বেশি পরিমাণ টাকা রিটার্ন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশি সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে হবে। কারণ আপনি যত বেশি সময়ের জন্য টাকা বিনিয়োগ করবেন আপনার মূলধনের ওপর সুদের পরিমাণ ততই বাড়বে। আপনার বিনিয়োগ করা টাকায় আপনি বার্ষিক ৭.১% শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পাবেন।
কিভাবে ৫০ টাকা করে জমা করে ৫ লক্ষ টাকা পাবেন?
PPF- ৫০ টাকা করে জমা করে ৫ লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন ৫০ টাকা করে ১৫ বছর ধরে জমা করে যেতে হবে। যদি আপনি দৈনিক ৫০ টাকা বাঁচিয়ে রাখেন এবং সেটা আপনার একাউন্টে জমা করেন,তাহলে আপনি প্রতি মাসে ১৫০০ এবং এক বছরে প্রায় ১৮২৫০ টাকা জমা করবেন। এবং এভাবে ১৫ বছর ধরে জমা করার হলে আপনার খাতায় মোট টাকা জমা হবে ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকা। এই বিনিয়োগ করা টাকায় আপনি বার্ষিক ৭.১% শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পাবেন। ফলে আপনি ২,২১,২১৫ টাকা সুদ পাবেন। এবং ম্যাচিওর হয়ে গেলে আপনি মোট সুদ আসল ফেরত পাবেন ৪,৯৪,৯৬৫ টাকা।। একইভাবে যদি আপনি ১০০ টাকা করে নিজের একাউন্টের জন্য বাঁচিয়ে রাখেন এবং সেটা বিনিয়োগ করেন, তাহলে এই প্রকল্পের সময়সীমা পূর্ণ হওয়ার পর আপনি এখান থেকে প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।।